• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
স্ত্রীর ছদ্মবেশে করোনা রোগীর বিমান ভ্রমণ

সংগৃহীত ছবি

এশিয়া

স্ত্রীর ছদ্মবেশে করোনা রোগীর বিমান ভ্রমণ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৩ জুলাই ২০২১

ইন্দোনেশিয়ায় এক করোনা আক্রান্ত ব্যক্তি স্ত্রীর ছদ্মবেশে আভ্যন্তরীণ ফ্লাইটে ওঠার পর ধরা পড়েছেন। 

ওই ব্যক্তি স্ত্রীর পরিচয়পত্র ও কোভিড নেগেটিভ সনদ নিয়ে বিমানে ওঠার অনুমতি পান। রোববার ওই ফ্লাইটটি জাকার্তা থেকে উত্তরাঞ্চলীয় দ্বীপ মালুকুর দিকে যাচ্ছিলো। খবর আল জাজিরার।

বিমানে ওঠার সময় তিনি নারীদের মতো করে পুরো শরীর ঢেকে ওঠেন। কিন্তু এয়ারক্রাফট ত্যাগের আগে পোশাক পরিবর্তন করলে তা বিমানকর্মীর চোখে পড়ে যায়। তখন তিনি বিমানবন্দর কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন।

কর্মকর্তারা বলছেন, নেগেটিভ টেস্ট রেজাল্ট নিয়ে ভ্রমণ করা ছাড়া তার অন্য কোনো উদ্দেশ্য ছিল না।

বিমান অবতরণের পরপরই ওই ব্যক্তিকে আটক করে দ্রুত করোনা টেস্ট করানো হয়। টেস্ট পজিটিভ আসার পর বাড়িতে আইসোলেশনের নির্দেশ দেওয়া হয়।

পুলিশ বলছে, কোয়ারেন্টাইন পর্ব শেষ হলেই তার বিরুদ্ধে মামলা হবে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads