• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮

এশিয়া

ইমরান খানের ভাগ্য পরীক্ষা আজ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৩ এপ্রিল ২০২২

আজ পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে অনাস্থা ভোটের মুখোমুখি হতে যাচ্ছেন প্রধানমন্ত্রী ইমরান খান। তার দল পিটিআইয়ের প্রধান জোট শরিক মুত্তাহিদা কওমি মুভমেন্ট এরইমধ্যে বিরোধীদের সাথে হাত মেলানোয় ইমরান খানের পতন অনেকটাই নিশ্চিত।

অনাস্থা ভোটকে সামনে রেখে রবিবার পার্লামেন্টের সামনে লক্ষাধিক সমর্থককে জড়ো হওয়ার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তাকে ক্ষমতাচ্যুত করতে বিরোধীদের আনা অনাস্থা ভোটের ফল মেনে নাও নিতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন ইমরান খান।

শনিবার এক সাক্ষাৎকারে তিনি বলেন, তাকে ক্ষমতাচ্যুত করতে বিদেশি রাষ্ট্রের যোগসাজশে অনাস্থা ভোটের পরিকল্পনা করা হয়েছে। এর আগে বিরোধী নেতারা তাকে পদত্যাগের আহ্বান জানালেও তিনি তা করতে অস্বীকৃতি জানান। বলেন, শেষ পর্যন্ত লড়াই করে যাবেন তিনি।  

গণমাধ্যমের দাবি, ভোটে ইমরান খান হেরে গেলে দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই শেহবাজ শরিফ।

ক্ষমতায় থাকতে হলে তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ইমরান খানকে মোট ৩৪২ আসনের (একটি আসন ফাঁকা) জাতীয় পরিষদের অন্তত ১৭১ জন সদস্যের সমর্থন নিশ্চিত করতে হবে। কিন্তু তাঁর বিরোধীরা এরই মধ্যে ১৯৯ জন সদস্যকে পক্ষে টেনে ফেলেছে বলে দাবি করা হচ্ছে।

ইমরানের জোট সরকারের অন্যতম শরিক দল এমকিউএম গত বুধবার বিরোধী শিবিরে যোগ দেয়। সেদিনই পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতার জন্য ভোটের সীমানা ফিতে ছুঁয়ে ফেলে বিরোধীরা। পরে আরো কয়েকজন যোগ দেওয়ায় দল আরো ভারী হয়েছে বিরোধীদের। গণিতের অমোঘ হিসাব উল্টে দিতে বড় ধরনের চমক ছাড়া কোনো উপায় দৃশ্যমান নয়। তবে ইমরান সে রকম ইঙ্গিতই দিয়েছেন গতকাল শনিবার।

বিরোধী দল পিএমএলের (এন) নেতা শাহবাজ শরিফ গত ২৮ মার্চ পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব উত্থাপন করেছিলেন। তিন দিন বিরতির পর বৃহস্পতিবার সেই প্রস্তাবের ওপর বিতর্ক শুরু হয়। তবে বিরোধীরা তখনই ভোট চেয়ে হট্টগোল শুরু করে। কয়েক মিনিটের মধ্যেই অধিবেশন রবিবার সকাল পর্যন্ত মুলতবি করেন স্পিকার। সেদিনই সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেন ইমরান খান। এতে বিরোধীদের তীব্র সমালোচনা করেন তিনি। প্রত্যয়ের সঙ্গে ঘোষণা করেন, ‘আস্থা ভোটের ফল যাই হোক, আমি আরো শক্তিশালী হয়ে ফিরে আসব। ’

বিরোধী দলগুলোর জোট আজ অনুষ্ঠেয় অনাস্থা প্রস্তাবে ভোট দেওয়ার একটি কৌশল তৈরি করেছে। হাতে পর্যাপ্ত সমর্থন থাকায় ইমরানের দলের ভিন্নমতাবলম্বী আইন প্রণেতাদের সরকারের বিপক্ষে ভোট দিতে নিষেধ করা হবে।

বিরোধীদের একটি সূত্র জানায়, ভোটপ্রক্রিয়া যাতে বিতর্কিত না হয় তা নিশ্চিত করতে এবং এ বিষয়ে সুপ্রিম কোর্টের সম্ভাব্য সিদ্ধান্ত এড়াতে এই কৌশল নেওয়া হয়েছে। সরকারের তরফ থেকে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছিল, যাতে পিটিআইয়ের বিদ্রোহী সদস্যরা পার্লামেন্টে ভোট দিতে না পারেন। দলের বিপক্ষে ভোট দিলে তাঁদের যেন পার্লামেন্টের সদস্য পদের জন্য আজীবন অযোগ্য ঘোষণা করা হয়, সে আর্জিও ছিল তাতে।

ইমরান খান গতকাল আরেক দফা সিদ্ধান্ত পাল্টে তাঁর দলের আইনপ্রণেতাদের গুরুত্বপূর্ণ অধিবেশনে যোগ দিয়ে ভোটপ্রক্রিয়ায় অংশগ্রহণের নির্দেশ দিয়েছেন। গত ৩০ মার্চ পিটিআই আইন প্রণেতাদের ভোট দেওয়া থেকে বিরত থাকা বা অনাস্থা প্রস্তাবে ভোট হওয়ার সময় অধিবেশনে যোগ না দিতে ‘কঠোর’ নির্দেশ দিয়েছিলেন তিনি। পাশাপাশি ইমরান গতকাল দেশের যুবসমাজকে ‘বিদেশি ষড়যন্ত্রের’ বিরুদ্ধে প্রতিবাদ করার আহবান জানান। তিনি বারবার অভিযোগ করছেন, তাঁর সরকারের বিরুদ্ধে বিদেশি ষড়যন্ত্র চলছে। দেশবাসীর সঙ্গে প্রধানমন্ত্রীর সরাসরি টেলিফোন সাক্ষাতকারের সময় তিনি ওই আহবান জানান। সময় তিনবার পরিবর্তন করায় ওই প্রশ্নোত্তর পর্ব কয়েক ঘণ্টা বিলম্বে শুরু হয়।

ইমরান খান অনাস্থা ভোটের আগের রাতে দেওয়া বক্তব্যে দেশবাসীকে রাস্তায় নামার আহবান জানিয়েছেন। তিনি আবারও জোর দিয়ে বলেছেন, ‘বিদেশি ষড়যন্ত্রকারীরা’ ইসলামাবাদের নেতৃত্বে পরিবর্তন আনতে চাইছে। গতকাল পাকিস্তানের এআরওয়াই নিউজে সরাসরি প্রশ্নোত্তর অধিবেশনে দেশের মানুষকে সম্বোধন করে একথা বলেন ইমরান খান।

ইমরান বলেন, ‘কিভাবে তাদের মোকাবেলা করা যায়, আমি তা নিয়ে পরিকল্পনা করছি। ইনশাআল্লাহ, আমি কিভাবে তাদের মোকাবেলা করব তা আপনারা দেখতে পাবেন। আমি চাই আমার জনগণ সজাগ থাকুক, প্রাণবন্ত থাকুক। অন্য কোনো দেশে এমন ঘটনা ঘটলে মানুষ রাস্তায় নেমে যেত। ’

প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, ‘আমি আপনাদের সবাইকে রাজপথে নামার জন্য আহবান জানাচ্ছি। আপনাদের বিবেকের জন্য, এই জাতির স্বার্থে তা করা উচিত। কোনো রাজনৈতিক দল যেন আপনাদের তা করতে বাধ্য না করে। সন্তানদের ভবিষ্যতের জন্য আপনাদের রাজপথে নামা উচিত। সবাইকে ঘর থেকে বাইরে গিয়ে দেখাতে হবে যে আপনারা সতর্ক আছেন। ’

ইমরান খান যে সেনাবাহিনীর সমর্থন পাওয়ার মাধ্যমে প্রধানমন্ত্রী হয়েছিলেন তা কোনো গোপন বা বিরোধপূর্ণ তথ্য নয়। অনেক বিশ্লেষক বলছেন, সেই সেনাবাহিনী সমর্থন উঠিয়ে নেওয়াই তাঁর খাদের কিনারে উপস্থিত হওয়ার বড় কারণ। কেউ কেউ বলেছেন, গত বছরের অক্টোবরে ইমরান প্রভাবশালী গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের নতুন প্রধানের নিয়োগপত্রে সই করতে অস্বীকৃতি জানিয়েই নিজের পতন ত্বরান্বিত করেছেন।

সর্বশেষ ইউক্রেনে হামলা শুরুর সময়েই রাশিয়া সফরে যাওয়ার বিষয়টি সেনাপ্রধানসহ প্রভাবশালী মহলের পছন্দ হয়নি বলে ইঙ্গিত মিলেছে। গতকাল সেনাপ্রধান কামার বাজওয়া ইসলামাবাদ নিরাপত্তা সংলাপে রুশ হামলার তীব্র নিন্দা করেন। স্পষ্টতই দীর্ঘদিনের মিত্র যুক্তরাষ্ট্রের বিরাগভাজন হওয়ার ঝুঁকি নেওয়া পছন্দ হয়নি তাঁর।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads