• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
পদত্যাগ করলেন গোতাবায়া রাজাপাকসে

ফাইল ছবি

এশিয়া

পদত্যাগ করলেন গোতাবায়া রাজাপাকসে

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৫ জুলাই ২০২২

শ্রীলংকার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে পদত্যাগ করেছেন। 

বৃহস্পতিবার মালদ্বীপ থেকে পালিয়ে সিঙ্গাপুরে যাওয়ার পর পদত্যাগপত্র স্পিকারের কাছে পাঠান তিনি। তার পদত্যাগপত্র পাওয়ার কথা জানিয়েছেন স্পিকার। তার পদত্যাগের খবর আসার পর কলম্বোতে আনন্দ মিছিল বের করেন সাধারণ মানুষ।

শ্রীলঙ্কার বার্তা সংস্থা ডেইলি মিরর জানায়, গোতাবায়া পার্লামেন্টের স্পিকারের কাছে ই-মেইলে পদত্যাগপত্র পাঠিয়েছেন। গোতাবায়ার পাঠানো পদত্যাগপত্র নিয়ে দেশটির এটর্নি জেনারেলের সঙ্গে আলোচনা করবেন স্পিকার। পরে  শুক্রবার আনুষ্ঠানিকভাবে পদত্যাগের বিষয়টি ঘোষণা করা হবে।

এর আগে মালদ্বীপ থেকে সৌদি এয়ার লাইন্সের বিমানে করে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করেন গোতাবায়া রাজাপাকসে। স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৭ মিনিটে তিনি সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় তার সঙ্গে স্ত্রী ও দুই দেহরক্ষী ছিলেন।

এদিকে বুধবার দেশত্যাগের আগে প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব দিয়ে গেছেন গোতাবায়া রাজাপাকসে। শ্রীলঙ্কাজুড়ে ব্যাপক বিক্ষোভের কারণে দেশ ছাড়তে বাধ্য হন গোতাবায়া। বুধবারই তার পদত্যাগপত্র জমা দেওয়ার কথা ছিল। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads