• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮

ব্যাংক

ব্যাংক লেনদেন ৩টা পর্যন্ত চলবে আজ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৩ এপ্রিল ২০২১

করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত লকডাউনের আগের দিন আজ (মঙ্গলবার) বেলা ৩টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে।

সোমবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম এতথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বুধবার (১৪ এপ্রিল) থেকে ব্যাংক বন্ধের সিদ্ধান্তের ফলে মঙ্গলবার ব্যাংকে ভিড় হতে পারে। এ কারণে এদিন সকাল ১০টা থে‌কে বিকেল ৩টা পর্যন্ত ব্যাংক লেনদেন চলবে। আর লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম চলবে বিকেল ৫টা পর্যন্ত।

এদিকে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, লকডাউনের ৭ দিন ব্যাংক বন্ধ থাকার কারণে এটিএম বুথ থেকে দিনে এক লাখ টাকা পর্যন্ত নগদ উত্তোলন করা যাবে। এর আগে বেশিরভাগ ব্যাংকে কার্ড দিয়ে দিনে ৫০ হাজার টাকা পর্যন্ত উত্তোলন করা যেত।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads