• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
আগামী রোববার ও বুধবার ব্যাংক বন্ধ

ফাইল ছবি

ব্যাংক

আগামী রোববার ও বুধবার ব্যাংক বন্ধ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৮ জুলাই ২০২১

আগামী রোববার ও বুধবার সব ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে আগামী ২, ৩ ও ৫ আগস্ট ব্যাংকে লেনদেনের সময় বাড়ানো হয়েছে। আজ বুধবার নতুন এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানায় বাংলাদেশ ব্যাংক।

প্রজ্ঞাপনে বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণ বিবেচনায় আগামী রোববার ও বুধবার দেশের সব ব্যাংক বন্ধ থাকবে। এ ছাড়া সোম, মঙ্গল ও বৃহস্পতিবার ব্যাংকে লেনদেন হবে সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত।

দেশে চলমান কঠোর বিধিনিষেধে ব্যাংক লেনদেন চলছে সকাল ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত। গত ২৩ জুলাই থেকে শুরু হওয়া কঠোর বিধিনিষেধের মধ্যে ঈদের ছুটি শেষে সচল রয়েছে দেশের ব্যাংকগুলো। একই সঙ্গে শেয়ারবাজারেও লেনদেন চলছে।  

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads