• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
হাতির চিকিৎসায় সুর

ছবি : সংগৃহীত

জীব বিজ্ঞান

হাতির চিকিৎসায় সুর

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০১ জানুয়ারি ২০১৯

থাইল্যান্ডের সীমান্তবর্তী কাঞ্চনবাড়ি প্রদেশে হাতির অভয়ারণ্যে প্রতিদিন হাতিদের জন্য পিয়ানো বাজান পল।  খাওয়ার সময়, ঘুমের সময় এমনকি হাতিদের বিশ্রামের সময়ও পিয়ানো বাজান পল। ব্রিটিশ নাগরিক পল ব্যারটন হাতির বন্ধু হয়ে থাইল্যান্ডের সীমান্তবর্তী ওই গ্রামে পিয়ানো বাজিয়ে শোনান হাতিদের।

তার দাবি খাবার সময় পিয়ানো বাজালে হাতিরা বেশ আরাম করে খাবার খেয়ে নেয়। এ সময় তারা কোনো হইচই করে না।

এই অভয়ারণ্যের হাতিরা সবাই কমবেশি অসুস্থ, পাচারকারীদের হাত থেকে উদ্ধার পাওয়া কিংবা অতিরিক্ত কাজে অচল প্রায়। তারা  সুর ভালোবাসে বলে অভয়ারণ্য কর্তৃপক্ষ জানিয়েছে। গত ৮ বছর যাবত হাতিদের চিকিৎসায় ও ব্যথা উপষমে সুর নিয়ে কাজ করে আসছে কাঞ্চনবাড়ি অভয়ারণ্যের কর্তৃপক্ষ। এতে সব হাতি পুরোপুরি সেরে না উঠলেও আরাম পায় বলে জানা গেছে। অসুস্থ, অন্ধ বা পঙ্গু হয়ে যাওয়া হাতিদের সুর থেরাপি শুরু হওয়ার পর থেকে খুব একটা রাগতে দেখা যায়নি। 

প্রতিদিন খুব ভোরে একটি ছোট ট্রাকে নিজের পিয়ানো নিয়ে অভয়ারণ্যে পৌঁছে যান পল। এরপর মিউজিক নোট বদলে বদলে সুর শোনান হাতিদের।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads