• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
ছন্দে ফিরলেন দীপিকা

সংগৃহীত ছবি

বলিউড

ছন্দে ফিরলেন দীপিকা

  • প্রকাশিত ০২ ডিসেম্বর ২০২০

আজ থেকে ঠিক ১৩ বছর আগে শাহরুখ খানের ওপর ভর করে ‘ওম শান্তি ওম’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে পথচলা শুরু করেন দীপিকা। অন্যদিকে, গত আড়াই বছরে একের পর এক ফ্লপ সিনেমার পর, আবারো দীপিকাকে সঙ্গী করে যেন নতুন করে ফিরছেন শাহরুখ খান। ‘পাঠান’ নামে এই ছবির জন্য ১৫ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন এই অভিনেত্রী। বাংলাদেশি মুদ্রায় যা ১৭ কোটি ১৭ লাখ টাকা। বলিউডের বড়পর্দার কোনো নায়িকার জন্য রেকর্ড। বলা যায়, এ মুহূর্তে বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া তারকা দীপিকা (তারপরই রয়েছেন আলিয়া ভাট)। বলিউডের বাণিজ্য বিশ্লেষকদের মতে, বলিউডের নারী তারকাদের মধ্যে দীপিকা সবচেয়ে বেশি ‘ব্যাংকেবল’। বড়পর্দায় তাকে দেখতে দর্শকচাহিদা তুঙ্গে।

দীপিকার এই সাফল্যমণ্ডিত ক্যারিয়ার এখন যতটা সহজ মনে হয়, ততটা সহজ কিন্তু নয়। তিন বছর আগে যেমন তাকে ‘পদ্মাবত’ ছবির জন্য প্রাণনাশের হুমকি, গলা-নাক কাটার হুমকি সহ্য করতে হয়েছে। এ ছাড়া প্রেম-সংক্রান্ত বিভিন্ন বিতর্ক তো দীপিকার নিত্যসঙ্গীই বলা যায়। দ্বাদশ শ্রেণিতে পড়ার সময় বলিউডে আত্মপ্রকাশ করার কারণে পড়াশোনায় আর এগোতে পারেননি। রান্নাবান্নায় বেশ ঝোঁক আছে দীপিকার। তিনি পাকা রাঁধুনিও। দীপিকা নিজের ক্যারিয়ারের প্রতি যেমন যত্নশীল, সমাজের প্রতিও তেমনটাই। সুযোগ পেলেই বিভিন্ন দাতব্য সংস্থার জন্য নিজের উপার্জিত অর্থ দান করেন।

খুব শিগগির দীপিকা অভিনয় করবেন দক্ষিণী সুপারস্টার প্রভাসের বিপরীতে। এতে আরো অভিনয় করবেন অমিতাভ বচ্চন। এর আগে ২০১৫ সালে সুজিত সরকারের ‘পিকু’ ছবিতে বাবা-মেয়ের চরিত্রে দেখা গেছে অমিতাভ-দীপিকা জুটি। দীপিকা আর তার স্বামী রণবীর যে বিয়ের পরও তুমুল প্রেম করছেন, তা তাদের ইনস্টাগ্রামে একবার ঢুঁ দিলেই টের পাওয়া যায়। বিয়ের আগে সাত বছর, বিয়ের পরে দুই বছর। বলা যায়, প্রেমের ক্রিজে ছক্কা হাঁকিয়ে চলেছেন দীপবীর।

তবে বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু বলিউডের রুপালি দেয়ালের আস্তর মুছে দিয়েছিল। বলা হয়েছিল, বলিউড তারকাদের মাদক সেবন এখন ওপেন সিক্রেট। হাতেগোনা কয়েকজন তারকা ছাড়া বাকিরা কমবেশি সবাই নাকি মাদকে আসক্ত। অভিনেত্রী কঙ্গনা রানাউত জোর গলায় বলেছেন বলিউডের মাদক সেবন নিয়ে। সেই তালিকায় উঠে এসেছিল দীপিকা পাড়ূকোনের নাম। পরে ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি) কর্তৃক দীপিকাকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে ভক্তদের কটাক্ষ, গণমাধ্যমে নানা সমালোচনা হয় এই অভিনেত্রীকে নিয়ে। সবমিলিয়ে রীতিমতো বেশ কোণঠাসা হয়ে পড়েছিলেন দীপিকা পাড়ুকোন। তবে সেসব এখন পুরোনো। সমপ্রতি সব ঝেড়ে ফেলে আবার ছন্দে ফিরছেন দীপিকা। চলতি মাসে গোয়ায় শেষ করেছেন পরিচালক শকুন বাত্রার নতুন ছবির দৃশ্যধারণ। গত সেপ্টেম্বরে এই ছবির দুদিনের চিত্রায়ণ শেষে এনসিবির জরুরি তলবে তড়িঘড়ি করে মুম্বাই ছুটে এসেছিলেন দীপিকা। নিজ শহরে পা রেখে তিনি এবং তার জীবনসঙ্গী রণবীর সিং মিলে এক ডজন আইনজীবীর সঙ্গে পরামর্শও করেন। তবুও এনসিবি পাঁচজন কর্মকর্তার টানা পাঁচ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদে তিনবার কান্নায় ভেঙে পড়েন দীপিকা। এনসিবির জেরায় দীপিকা স্বীকার করেন, তার ম্যানেজার করিশ্মা প্রকাশের সঙ্গে ফাঁস হওয়া সেই বিতর্কিত চ্যাট সত্যি। তবে একই সঙ্গে দাবি করেন, মাদক নিয়ে আলোচনা করলেও তিনি নিজে কোনো দিন মাদক নেননি। হোয়াটসঅ্যাপে ‘মাল হ্যায় ক্যা’ বলে তিনি যে বার্তা পাঠিয়েছিলেন কারিশ্মাকে, সেটাও মাদক নিয়ে নয় বলে দীপিকা দাবি করেন। পরে দীপিকার ফোন ও ক্রেডিট কার্ড বাজেয়াপ্ত করে এনসিবি। ফলে সবমিলিয়ে একরাশ বিষণ্নতায় ডুবে ছিলেন দীপিকা। তবে এখন সব কাটিয়ে আবার স্বাভাবিক ছন্দে ফিরছেন। ভারতের একাধিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, আবার আপন ছন্দে ফিরে দারুণ আনন্দিত দীপিকা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads