• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮

বলিউড

রোষানলে সাইফ

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ০৮ ডিসেম্বর ২০২০

বলিউড অভিনেতা সাইফ আলি খানের আগামী ছবি ‘আদিপুরুষ’। এই ছবির কাহিনি গড়ে উঠেছে রামায়ণের ওপর ভিত্তি করে। আর এই ছবি নিয়ে একটি সাক্ষাৎকারে সাইফ বলেন, রামায়ণের মূল প্লটকে অন্য দিক থেকে দেখা হয়েছে। এখানে রাবণের মানবিক দিকটি তুলে ধরা হবে। সীতাহরণের ঘটনাটির ন্যায্যতাও দেখানো হবে এই ছবির মাধ্যমে। ছবির বক্তব্য, গোটা ঘটনাই শুরু হয়েছে শুর্পণখার নাক কেটে দেওয়ার ফলে। আর এখান থেকেই শুরু হয়েছে বিতর্ক। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই প্রতিবাদ জানিয়েছেন যে, এটা হিন্দুধর্মের অনুভূতিকে আঘাত করার মতো বিষয়।

শুধু সাধারণ মানুষরাই নয় চটেছেন বিজেপি নেতা রাম কদম। তার বক্তব্যের রেশ ধরে আনন্দবাজার পত্রিকা জানায়, তাদের অভিযোগ সাইফ আলি খান ও পরিচালক ওম রাউত হিন্দুভাবাবেগে আঘাত করতে চাইছেন।

রাম কদম বলেন, সম্প্রতি অভিনেতা সাইফ আলি খান একটি চাঞ্চল্যকর মন্তব্য করেছেন। রাবণের মানবিক সত্তার প্রকাশ, মা সীতার অপহরণ ও শ্রী রামের বিরুদ্ধে রাবণের যুদ্ধকে ন্যায্যতা দেওয়া হলে সেটা আমরা মেনে নেব না। বলিউড ইন্ডাস্ট্রিতে একটা নতুন প্রবণতা লক্ষ করছি আমরা। উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছবিগুলোতে হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত করা হচ্ছে। অন্য ধর্মের ক্ষেত্রে এই ধরনের কাজ করা হয় না তো। আমি একজন হিন্দু হয়ে বলছি, আমাদের আবেগে যেন আঘাত না করা হয়। আমার মতে, সাইফ পাবলিসিটি স্টান্টের জন্য সংবাদমাধ্যমে এসব বলে বেড়াচ্ছেন। এত সমালোচনার মাঝে অবশেষে দুঃখ প্রকাশ করতে সামাজিক যোগাযোগ মাধ্যম বেছে নিয়েছেন সাইফ।

ইটাইমস ডটকমের মাধ্যমে টুইটারে সাইফ বিবৃতিতে লেখেন জানতে পারলাম যে, সাক্ষাৎকারে আমার বক্তব্যের কারণে বিতর্কে সৃষ্টি হয়েছে, সেই সঙ্গে মানুষের মনেও আঘাত হেনেছে। এটা আমার ইচ্ছাও ছিল না, আর সেই উদ্দেশ্য আমার ছিল না। আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী, আমার বক্তব্যটি ফিরিয়েও নিচ্ছি।

বিবৃতিতে তিনি আরো বলেন, ভগবান রাম আমার কাছে চিরকালই একজন প্রকৃত হিরো। অমঙ্গলের বিরুদ্ধে মঙ্গলের লড়াই ও জয় এই ছবির মূল বিষয়বস্তু। কোনো প্রকার সাংস্কৃতিক বিকৃতি আদিপুরুষ ছবিতে নেই।

শুটিং শুরু না হওয়া এই ছবিতে সাইফ রাবণের ভূমিকায় অভিনয় করছেন। রামের চরিত্রে অভিনয় করবেন দক্ষিণী অভিনেতা প্রভাস। এছাড়া অভিনেত্রী কৃতি স্যাননকে বেছে নেওয়া হতে পারে সীতার চরিত্রের জন্য।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads