• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮

বলিউড

ভারতের ৬৭তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার

সেরা ছবি ‘ছিছোড়ে’

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ২৮ মার্চ ২০২১

করোনা পরিস্থিতির কারণে বিলম্ব হওয়ার পর অবশেষে ঘোষিত হলো ভারতীয় চলচ্চিত্রের সবচেয়ে বড় রাষ্ট্রীয় সম্মাননা জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ভারতের ৬৭তম জাতীয় পুরস্কারের জন্য এবার সেরা ছবি হিসেবে নির্বাচিত হয়েছে বহুল আলোচিত ‘ছিছোড়ে’ ছবিটি। এতে অভিনয় করেছেন বলিউডের প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত। অভিনেতা হিসেবে সেরা হয়েছেন যৌথভাবে মনোজ বাজপেয়ি ও দক্ষিণ ভারতীয় অভিনেতা ধনুশ। ‘ভাঁসলে’ ছবির জন্য মনোজ বাজপেয়ি এবং ‘আসুরান’ ছবির জন্য ধনুশকে পুরস্কার দেওয়া হচ্ছে। আর সেরা অভিনেত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন বছরজুড়ে বহুল আলোচিত, সমালোচিত ও বিতর্কিত কঙ্গনা রানৌত। গত দেড় বছর নানা বিষয়ের মন্তব্য নিয়ে সমালোচিত হয়েছেন তিনি। এবার সব সমালোচনা দূরে ঠেলে আলোচনার শীর্ষে উঠে এলেন এ বলিউডের ‘কুইন’-খ্যাত এ তারকা। যেদিন পুরস্কার ঘোষণা করা হয়, সেদিন ছিল কঙ্গনার জন্মদিন। আর এমন একটি দিনে এত বড় এক সাফল্যের খবর- সব মিলিয়ে অন্য রকম এক অনুভূতি কাজ করছে বলে মন্তব্য করেছিলেন কঙ্গনা। ‘পঙ্গা’ এবং ‘মণিকর্ণিকা : দ্য কুইন অব ঝাঁসি’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য তার এই স্বীকৃতি। এ নিয়ে চতুর্থবারের মতো সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন তিনি।

সেরা ছবি ‘ছিছোড়ে’তে একসঙ্গে দুটি বয়সের ভূমিকায় সুশান্ত সিং রাজপুতের অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের। ছবিটিতে নিজের চরিত্র সাবলীল করে তুলতে কোনো পরিশ্রমেরই ঘাটতি রাখেননি এই অভিনেতা। পুরস্কারপ্রাপ্তদের তালিকা ঘোষণা করেছে ভারত সরকার। সম্প্রতি দিল্লিতে এক প্রেস ব্রিফিংয়ে জয়ীদের নাম ঘোষণা করা হয়। একই ঘোষণায় সেরা অ্যাডাপ্টেড স্ক্রিনপ্লে হিসেবে বাংলা থেকে জয় পেয়েছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘গুমনামি’। ২০১৯ সালের এই ছবিতে নেতাজির চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এদিকে ‘জ্যেষ্ঠপুত্র’ ছবির জন্য সেরা পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। সেরা সংগীত পরিচালনায় সেরা আবহসংগীতের পুরস্কার পাচ্ছেন প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায় (জ্যেষ্ঠপুত্র)। সেরা পরিচালক নির্বাচিত হয়েছেন সঞ্জয় পুরণ সিং চৌহান (বাহাত্তর হুরিয়াঁ)। সেরা ফিচার ফিল্ম হিসেবে মোহনলাল, কীর্তি সুরেশ অভিনীত মালয়ালম ছবি ‘মারাক্কর’। সেরা শিশু শিল্পী হিসেবে পুরস্কৃত ‘নাগা বিশাল’। তালিকায় আরো রয়েছে সেরা ফিল্ম ফ্রেন্ডলি স্টেট- সিকিম, সেরা সহ-অভিনেত্রী পল্লবী যোশী (দ্য তাশখন্দ ফাইলস), সেরা সংলাপ বিবেক অগ্নিহোত্রি (দ্য তাশখন্দ ফাইলস), সেরা সহ-অভিনেতা বিজয় সেতুপতি (সুপার ডিলাক্স), সেরা ছবি (সামাজিক বিষয়) আনন্দি গোপাল, সেরা তেলেগু ছবি জার্সি, সেরা তামিল ছবি- অসুরণ। অক্ষয় কুমার অভিনীত ‘কেশরি’ সিনেমায় ‘তেরি মিট্টি’ গানটি গেয়ে সেরা গায়ক হিসেবে পুরস্কৃত হচ্ছেন বি প্রাক। সেরা অ্যানিমেটেড ছবি হিসেবে সম্মানিত হয়েছে ‘রাধা’। সেরা শিশুদের ছবির পুরস্কার পাচ্ছে ‘কস্তুরি’। তবে পুরো টিমের জন্য এই পুরস্কার প্রাপ্তি আনন্দের হলেও সুশান্তের অবর্তমানে তা বেদনায় নীল হয়ে গেছে। তাই পুরস্কার ঘোষণার দিনটিতে ছবির পুরো টিম স্মরণ করেছে প্রয়াত এই অভিনেতাকে। একই সঙ্গে এই পুরস্কার সুশান্তকে উৎসর্গ করেছেন ‘ছিছোড়ে’র প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা। নিজের ইনস্টাগ্রামে প্রযোজক পোস্ট করেছেন, এই পুরস্কার আমি সুশান্তকে উৎসর্গ করছি। আমরা তাকে হারানোর ক্ষতি এখনো কাটিয়ে উঠতে পারিনি। আশা রাখি, এই পুরস্কার সুশান্তের পরিবার ও অনুরাগীদের কাছে কিছুটা হলেও আনন্দ এনে দেবে। সুশান্তের সহ-অভিনেতা তাহির রাজ ভাসিনও অকপটে জানিয়েছেন, সুশান্তের জন্যই গল্পটির সৃষ্টি হয়েছে- তাকে ছাড়া এ গল্প সম্ভব হতো না। ছবির পরিচালক নীতিশ তিওয়ারির বলেন, এটা আমাদের কাছে চমক ছিল। আমরা এটা আশাও করিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads