• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
বলিউডে বাড়ছে আক্রান্তের সংখ্যা

সংগৃহীত ছবি

বলিউড

করোনার দ্বিতীয় ঢেউ

বলিউডে বাড়ছে আক্রান্তের সংখ্যা

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ০৫ এপ্রিল ২০২১

করোনার দ্বিতীয় ঢেউ চলমান। প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। মৃত্যুর হারও উর্ধ্বমুখী। ভারতে সেই মাত্রা যেন আরো একধাপ এগিয়ে। ফলে সাধারণ মানুষের পাশাপাশি করোনায় আক্রান্ত হচ্ছেন একের পর এক বলিউড তারকারা।

গত ৯ মার্চ করোনায় আক্রান্ত হন বলিউড অভিনেতা রণবীর কাপুর। সে সময় আক্রান্ত হওয়ার খবর ইনস্টাগ্রামে জানিয়েছিলেন তার মা নীতু কাপুর। তবে বর্তমানে তিনি করোনামুক্ত। অভিনেতা রণবীর কাপুরের পর পরই করোনায় আক্রান্ত হন পরিচালক সঞ্জয় লীলা বানসালি। সে সময় নিজের অফিসেই কোয়ারেন্টাইনে ছিলেন পরিচালক। ফলে আপাতত বন্ধ পরিচালকের আসন্ন সিনেমা ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়ারি’র শুটিং। তবে বর্তমানে করোনামুক্ত পরিচালক। গত ২২ মার্চ করোনা আক্রান্তের বিষয়টি ভক্তদের সঙ্গে শেয়ার করেছিলেন অভিনেতা কার্তিক আরিয়ান। ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে উঠলেও এখনো নিজেকে গৃহবন্দি করে রেখেছেন। করোনায় আক্রান্ত হন অভিনেতা পরেশ রাওয়াল। মার্চের মাঝামাঝি সময়ে জানা গিয়েছিল অভিনেত্রী তারা সুতারিয়া করোনায় আক্রান্ত হয়েছেন। যদিও তার শরীরে করোনার তেমন উপসর্গ ছিল না। ফলে পরের সপ্তাহে অভিনেত্রী করোনা নেগেটিভের খবর প্রকাশ করেছিলেন।

তারা সুতারিয়ার পাশাপাশি সিদ্ধান্ত চতুর্বেদীও করোনাতে আক্রান্ত হয়েছিলেন। সে সময় সিদ্ধান্ত তার ইনস্টাগ্রামে করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়ে লিখেছিলেন যে ‘করোনা আক্রান্ত হয়েছি। তবে সে রকম কোনো উপসর্গ নেই। আপাতত ফিটই আছি। নিজেকে ঘরবন্দি করেছি। সমস্ত রকম বিধিনিষেধ পালন করছি। ধন্যবাদ সবাইকে আমার খবর নেওয়ার জন্য।’

গত ২৪ মার্চ অভিনেতা আমির খানের মুখপাত্র জানান, আমির খানের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তিনি বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। সব ধরনের নিয়ম মেনে চলছেন এবং তিনি ভালো আছেন।

আমির খানের করোনা আক্রান্ত হওয়ার এক দিন পরেই করোনা আক্রান্ত হন অভিনেতা আর মাধবন। ভারতের খ্যাতিমান গায়ক ও সংগীত পরিচালক বাপ্পী লাহিড়ীও করোনায় আক্রান্ত হয়েছেন।  গত বৃহস্পতিবার ইনস্টাগ্রামে আলিয়া লিখেছেন, ‘আমি কোভিড-১৯ টেস্টে পজিটিভ হয়েছি। সঙ্গে সঙ্গেই নিজেকে আলাদা করেছি এবং বাড়িতে কোয়ারেন্টাইনে আছি।’

বলিউডের প্রথম সারির অভিনেতাদের মধ্যে সর্বশেষ করোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন অক্ষয় কুমার। জানান আমার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। সব নিয়ম মেনে নিজেকে আইসোলেশনে রেখেছি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads