• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮

বলিউড

এবার পোড়ানো হলো সানি লিওনের পোস্টার

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৩০ ডিসেম্বর ২০২১

ভারতীয় বিনোদন ইন্ডাস্ট্রিতে কাজ শুরুর পর থেকেই একের পর এক বিতর্কে জড়িয়েছেন সানি লিওন। এমনকি তাকে ঘিরে বিক্ষোভও হয়েছে। এবার পোড়ানো হলো তার পোস্টার।

সম্প্রতি সানি লিওনের ‘মধুবন মে রাধিকা নাচে’ গান প্রকাশ পায়। এর পর থেকে এটি নিয়ে বিতর্ক শুরু হয়। গানটির বিষয়বস্তু রাধা-কৃষ্ণের প্রেম হলেও এতে সানির নাচ নিয়ে আপত্তি উঠেছে। অনেকেই অভিযোগ করেছেন, এমন একটি গানে অশ্লীলভাবে নেচে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে। সানি লিওনকে ভারত ছাড়া করার হুমকিও দেওয়া হয়।

ভারতীয় সংবাদমাধ্যমে সূত্রে জানা গেছে, সম্প্রতি মুম্বাইয়ের এম জি রোডে সানির বিরুদ্ধে বিক্ষোভ করেছে অন্তঃরাষ্ট্রীয় হিন্দু পরিষদ এবং রাষ্ট্রীয় বজরং দলের সদস্যরা। এই অভিনেত্রীর পোস্টারও পুড়িয়েছে তারা। ‘মধুবন মে রাধিকা নাচে’ গানে কথা ও অশ্লীল নাচের অভিযোগে এটি নিষিদ্ধ করার দাবি তুলেছে এই দুই দল। বিক্ষোভকারীরা সানির বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করেছে।

‘মধুবন মে রাধিকা নাচে’ গানটি প্রথম গেয়েছেন মোহাম্মদ রফি। ১৯৬০ সালে মুক্তিপ্রাপ্ত ‘কোহিনূর’ সিনেমার জন্য এটি গেয়েছিলেন তিনি। সম্প্রতি সারেগামা মিউজিক গানটি নতুনভাবে তৈরি করে প্রকাশ করে। এটি গেয়েছেন কণিকা কাপুর ও অরিন্দম চক্রবর্তী।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads