• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯

বাজেট

বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১১ জুন ২০২০

করোনাভাইরাসের (কোভিড-১৯) দুর্যোগে স্থবির দেশের অর্থনীতি। একের পর এক ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে। অনেকেই চাকরি হারিয়েছে। চাকরি হারাতে পারে দেড় কোটি মানুষ।  এমনই সঙ্কটময় পরিস্থিতিতে আগামী ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উপস্থাপন শুরু করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি বিকাল ৩টা ৪ মিনিটে বাজেট তুলে ধরা শুরু করেন।

এর আগে আজ মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ২০২০-২১ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট অনুমোদন করা হয়েছে। জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল এবং সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বৈঠকে উপস্থিত ছিলেন।

২০১৮ সালের ৩০ ডিসেম্বরের সাধারণ নির্বাচনের মাধ্যমে গঠিত আওয়ামী লীগ সরকারের দ্বিতীয় বাজেট এটি।

১৯৭১ সালে দেশের স্বাধীনতার পর এটি দেশের ৪৯তম জাতীয় এবং আওয়ামী লীগ সরকারের ২১তম বাজেট।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads