• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯

ক্যাম্পাস

সাংবাদিক রোজিনার মুক্তি চেয়ে বশেমুরবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের ভার্চুয়াল মানববন্ধন

  • বশেমুরবিপ্রবি প্রতিনিধি
  • প্রকাশিত ২১ মে ২০২১

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও হেনস্তার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) শাখার লেখকরা।

আজ শুক্রবার (২১ মে) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিনব্যাপী এ কর্মসূচি পালন করছে সংগঠনটি।

এসময় ভার্চুয়াল মানববন্ধনে তরুণ কলাম লেখক ফোরাম বশেমুরবিপ্রবি শাখার লেখকরা প্ল্যাকার্ড, ফেস্টুন ও পোস্টার সংশ্লিষ্ট নিজ নিজ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে উক্ত ঘটনার প্রতিবাদ জানান। তারা সাংবাদিক রোজিনা ইসলামকে নিঃশর্ত মুক্তি, মিথ্যে মামলা প্রত্যাহার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিসহ সারাদেশে লেখক-সাংবাদিক নির্যাতন বন্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

ভার্চুয়াল কর্মসূচির বিষয়ে বশেমুরবিপ্রবি শাখার সভাপতি সাদিয়া আফরিন কুমু ও সাধারণ সম্পাদক আর এস মাহমুদ হাসান বলেন, "স্বাধীন দেশের সাংবাদিকদের কন্ঠ অবরোধ করার ফলাফল ভালো হবে না৷ অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি, মামলা প্রত্যাহারসহ হেনস্তাকারীদের বিচারের আওতায় নিয়ে আসা এবং সারাদেশে লেখক-সাংবাদিক নির্যাতন বন্ধে কার্যকরী পদক্ষেপ নিতে জোড়ালো দাবি জানাচ্ছি। অন্যথায় বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম বশেমুরবিপ্রবি শাখার পক্ষ থেকে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে৷"

প্রসঙ্গত, গত ১৭ মে রাষ্ট্রীয় গোপন নথি চুরির অভিযোগে রোজিনা ইসলামকে সচিবালয়ের স্বাস্থ্যসেবা বিভাগে পাঁচ ঘন্টার বেশি সময় আটকে রেখে হেনস্তা করা হয়। পরে রাতে তাকে ‘অফিসিয়াল সিক্রেটস' আইনের মামলায় গ্রেপ্তার করা হয়৷ পরদিন ১৮ মে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিতে পুলিশের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads