• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪২৯

ক্যাম্পাস

বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে বশেমুরবিপ্রবি'তে মানববন্ধন

  • বশেমুরবিপ্রবি প্রতিনিধি
  • প্রকাশিত ২৪ মে ২০২১

সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে সারাদেশের ন্যায় মানবন্ধন করেছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীরা।

আজ সোমবার (২৪ মে) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা সরকারের কাছে অতি দ্রুত বিশ্ববিদ্যালয়সহ সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেবার জোর দাবি জানান।

এসময় শিক্ষার্থীরা বলেন, এক বছরেরও বেশি সময় ধরে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার কারণে আমাদের শিক্ষাজীবন ব্যাহত হচ্ছে। অফিস-আদালত খুলে দেওয়া হয়েছে, গণপরিবহন চালু হয়েছে তাহলে শিক্ষাপ্রতিষ্ঠান কেন খোলা হচ্ছে না? আমরা অটো পাস চায় না, লেখাপড়া করে পরীক্ষা দিয়ে সার্টিফিকেট নিয়ে বের হতে চায়। কর্মজীবনে যেন এর বিরূপ প্রভাব না পড়ে এইজন্য শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানাচ্ছি।

শিক্ষার্থীরা আরো বলেন, শিক্ষামন্ত্রী এর আগেও বারবার ঘোষণা দিয়েছেন যে তিনি শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয় বিবেচনা করবেন, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেবেন। কিন্তু এখন পর্যন্ত তিনি সেটা বাস্তবায়ন করেননি। অনতিবিলম্বে যদি শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া না হয় নাহলে আমরা এরচেয়ে কঠোরতর আন্দোলনে যাব। যতদিন পর্যন্ত হল, ক্যাম্পাস খুলে না দেওয়া হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে এবং আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি চালিয়ে যাব।

এসময় শিক্ষার্থীরা 'দাবি মোদের একটাই, শিক্ষাপ্রতিষ্ঠান খোলা চাই', 'একদিনও দেরি নয়, শিক্ষাপ্রতিষ্ঠান খোলা চাই', 'Time to stand up, Education is my rights, There's no compromise', 'Open the university Or kill the students', 'বিশ্ববিদ্যালয় খোলা চাই, না হলে কবরের নিচে দাও ঠাই' ইত্যাদি স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ করতে থাকেন।

প্রসঙ্গত, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে গেলো বছরের ১৭ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। সেই বন্ধ দফায় দফায় বাড়িয়ে আগামী ২৯ মে পর্যন্ত করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads