• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বাস দেবে বশেমুরবিপ্রবি

সংগৃহীত ছবি

ক্যাম্পাস

করতে হবে করোনা টেস্ট

শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বাস দেবে বশেমুরবিপ্রবি

  • বশেমুরবিপ্রবি প্রতিনিধি
  • প্রকাশিত ১০ জুলাই ২০২১

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) অবস্থিত শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস দেবে কর্তৃপক্ষ। তবে তার আগে করতে হবে কোভিড-১৯ শনাক্তকরণ টেস্ট। এমনটাই জানিয়েছেন বশেমুরবিপ্রবি'র পরিবহন দপ্তরের প্রধান ও মার্কেটিং বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক তাপস বালা।

করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় সরকার ঘোষিত কঠোর লকডাউনে গণপরিবহন বন্ধ থাকায় ক্যাম্পাসে আটকে পড়ে শিক্ষার্থীরা। এতে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো বশেমুরবিপ্রবি শিক্ষার্থীরাও দাবি তোলেন তাদেরও যেন বিশ্ববিদ্যালয়ের বাসে বাড়ি পৌঁছে দেওয়া হয়। শিক্ষার্থীদের কথা চিন্তা করে মানবিক দৃষ্টিকোণ থেকে তাদের বাড়ি পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এ বিষয়ে পরিবহন দপ্তরের প্রধান তাপস বালা জানিয়েছেন, আগামীকাল (১১জুলাই) থেকে বিশ্ববিদ্যালয়ে কোভিড-১৯ শনাক্তকরণ টেস্ট শুরু হবে এবং ১৬ জুলাই এর ভিতরে কোভিডের টেস্ট সম্পন্ন করে, ১৭-১৮ তারিখে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের বাসে বাড়ি পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। তিনি আরও বলেন, টেস্টের উপর নির্ভর করছে কবে, কোন রুটে কতটি বাস দেওয়া হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাজিউর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের বাসে যারা বাড়িতে যেতে চাচ্ছে,  তাদের জন্য করোনা টেস্টের ব্যবস্থা নেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি নিশ্চিত করে শিক্ষার্থীদের বাসে করে নিজ এলাকায় পৌঁছে দেওয়া হবে। কারো করোনা রিপোর্ট পজিটিভ এলে পরবর্তী রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জান গেছে, ইতোমধ্যে গোপালগঞ্জে অবস্থানরত বশেমুরবিপ্রবি শিক্ষার্থীদের নামের তালিকা চেয়ে অনলাইনে ফর্ম ছেড়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবদুর রউফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিরাপদে বাড়ি ফেরার লক্ষ্যের শিক্ষার্থীদের করোনা টেস্ট এর রিপোর্ট বাধ্যতামূলক, বিধায় শিক্ষার্থীদের স্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করতে আজ (১০জুলাই) রাত ১১.৫৯ মিনিটের মধ্যে নিম্নোক্ত লিংক পূরণ করার অনুরোধ করা হল।

বশেমুরবিপ্রবি শিক্ষার্থীদের বাসে যাওয়ায় জন্য তথ্যাদি (কোভিড টেস্ট সংক্রান্ত) লিঙ্ক-

https://forms.gle/yR14Au6eQtGQ3BDU6

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads