• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮

ক্যাম্পাস

চবির পর আইআইইউসি শাটল ট্রেনের যুগে, বুধবার উদ্বোধন

  • রাহাত মামুন, চট্টগ্রাম সংবাদদাতা
  • প্রকাশিত ২৮ সেপ্টেম্বর ২০২১

দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে শাটল ট্রেন সার্ভিস চালু হচ্ছে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পর দ্বিতীয় কোনো বিশ্ববিদ্যালয়ে শাটলট্রেন সার্ভিস যুক্ত হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ে। চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরাস্থ আইআইইউসির মুল ফটকের পাশেই নির্মাণ করা হচ্ছে রেলস্টেশন।

আইআইইউসির রেজিস্ট্রার দফতর থেকে জানানো হয়, বুধবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় এই রেলস্টেশনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী।

এ আয়োজনে উপস্থিত থাকবেন আইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী, ট্রাস্টি বোর্ড সদস্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি এবং আইইউসির উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ।

এর আগে রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি সরকারের আইআইইউসি ও চুয়েটসহ দুটি ক্যাম্পাসে রেল সংযোগ স্থাপনের প্রস্তাবনা দেয়। ইতোমধ্যে নগরীর চান্দগাঁও থানার জানালীহাট থেকে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় (চুয়েট) হয়ে কাপ্তাই পর্যন্ত ৪২ কিলোমিটার রেললাইন প্রকল্পের সমীক্ষার কাজ শেষ হয়েছে দুই বছরেরও বেশি সময় আগে। কিন্তু অর্থের সংস্থান না হওয়ায় প্রকল্পের কাজ বারবার পিছিয়ে যায়।

রেলওয়ে পূর্বাঞ্চলে প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, প্রকল্পের সমীক্ষার কাজ শেষ হয় ২০১৯ সালে। ডাবলগেজ রেললাইনের নকশাও প্রণয়ন করা হয়েছে। চলতি অর্থবছরে কাজ শুরু করে ২০২৬ সালের মধ্যে কাজ শেষ করার পরিকল্পনা ছিল।

আইইউসি ও চুয়েটের ছাত্রছাত্রীদের যাতায়াতের সুবিধা এবং কাপ্তাই এলাকার পর্যটন শিল্পের বিকাশে চট্টগ্রাম-কাপ্তাই রেল রুট চালু করার উদ্যোগও নেওয়া হচ্ছে। নতুন আরেকটি রুটটি করা হচ্ছে চট্টগ্রাম থেকে ফটিকছড়ি হয়ে রামগড় সীমান্ত পর্যন্ত। ভারতের সাথে সহজে আমদানি-রপ্তানি বাণিজ্য এবং বাণিজ্য ঘাটতি কমানোর লক্ষ্যে নতুন এই রেল রুট স্থাপনের চিন্তাভাবনা করছে সরকার।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads