• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
বশেমুরবিপ্রবি'তে নানা আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন

প্রতিনিধির পাঠানো ছবি

ক্যাম্পাস

বশেমুরবিপ্রবি'তে নানা আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন

  • বশেমুরবিপ্রবি প্রতিনিধি
  • প্রকাশিত ২৮ সেপ্টেম্বর ২০২১

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) নানা আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র ৭৫তম জন্মদিন উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি, কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মঙ্গলবার বিকাল ৩টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষে বিশ্ববিদ্যালয় চত্বরে গর্জন গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনার শিক্ষক ঐক্য, অফিসার্স এসোসিয়েশন ও বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

এর আগে, সকাল ১১টায় শিক্ষক ক্লাবে শিক্ষক সমিতি ও দুপুর ২টায় বশেমুরবিপ্রবি ছাত্রলীগ প্রশাসনিক ভবনের সামনে কেক কাটার অনুষ্ঠান আয়োজন করে। এছাড়া বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অফিসার্স অ্যাসোসিয়েশন, বশেমুরবিপ্রবি ছাত্রলীগ ও কর্মচারী সমিতি দোয়া মাহফিলের আয়োজন করে।

দোয়া মাহফিলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। অনুষ্ঠানগুলোতে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads