• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
জবির ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

সংগৃহীত ছবি

ক্যাম্পাস

জবির ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

  • ইমরান হুসাইন, জবি
  • প্রকাশিত ২০ অক্টোবর ২০২১

হাঁটি হাঁটি পা পা করে ইতিহাস, ঐতিহ্য এবং সংহতির ধারক বাহক পুরান ঢাকার ঐতিহ্যবাহী জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ষোলো বছর পেরিয়ে ১৭ তে পদার্পণ করল আজ।

বুড়িগঙ্গার নদীর তীরে গড়ে ওঠা এক সময়ের পাঠশালাটি ১৮৫৮ সালে ব্রাহ্ম স্কুল হিসেবে যাত্রা শুরু করে। ১৮৭২ সালে জগন্নাথ স্কুল, ১৮৮৪ সালে দ্বিতীয় শ্রেণির কলেজ, ১৯০৮ সালে প্রথম শ্রেণির কলেজ এবং ২০০৫ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা লাভ করে।

তবে করোনাকালে জাঁকজমকপূর্ণভাবে বিশ্ববিদ্যালয় দিবস উদ্যাপন করা সম্ভব হচ্ছে না। তবে ২০ অক্টোবর ঈদে মিলাদুন্নবী ও লক্ষ্মীপূজা হওয়াতে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে আগামীকাল বৃহস্পতিবার স্বল্প পরিসরে অনুষ্ঠানের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। করোনাকালে দেড় বছর ধরে শিক্ষা কার্যক্রম স্থবির থাকলেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধারাবাহিক অর্জন থেমে থাকেনি। অর্জনের সূচনা ঘটে গত বছরের ২৬ অক্টোবর একদিনের জন্য গ্রামীণফোনের মূল কোম্পানি টেলিনর গ্রুপের শীর্ষ নির্বাহী পদে রেনেকা আহমেদ অন্তর দায়িত্ব পাওয়ার মধ্য দিয়ে। রেনেকা নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

গত বছর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনালে শেষ ওভারে জেমকন খুলনার জয়ের নায়ক হয়েছিলেন শহীদুল ইসলাম। শহিদুল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৭ম ব্যাচের শিক্ষার্থী। এ বছরের বই মেলায় সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মিনহাজুল ইসলামের প্রকাশিতকাব্য গ্রন্থ ভৈরব পাড়ের কন্যা এবং নাট্যকলা বিভাগের শিক্ষার্থী নাঈম রাজের গৌরব নগরী প্রকাশিত হয়েছে। ২৪তম জাতীয় চারুকলা প্রদর্শনীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আকিব আকরাম ষড়জের চিত্রকর্ম ‘চিন্তার ঝড়’ প্রদর্শিত হয়েছে।

শিক্ষার্থী দম্পতি নতুন প্রজাতির এক ব্যাঙ আবিষ্কার করেছেন। তারা হলেন প্রাণিবিদ্যা বিভাগের হাসান আল রাজি চয়ন ও একই বিভাগের মার্জান মারিয়া।

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের সাংগঠনিক তৎপরতা ও কার্যক্রমের ভিত্তিতে ২০২০-২০২১ বছরে সেরা শাখার তালিকায় স্থান পেয়েছে জগন্নাথ। এ ছাড়া বর্ষসেরা লেখকের তালিকায় স্থান পেয়েছেন বাংলা বিভাগের শিক্ষার্থী ও সংগঠনটির সাধারণ সম্পাদক ইমরান হুসাইন।

এ ছাড়া সম্প্রতি বিশ্বসেরা গবেষকদের নিয়ে প্রকাশিত এডিসায়েন্টিফিক ইনডেক্স ২০২১-এ স্থান পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ২১ জন শিক্ষক। তালিকায় জবির গবেষকদের মধ্যে ১ম এবং বাংলাদেশের মধ্যে ১৭তম স্থানে রয়েছেন অধ্যাপক কামরুল আলম খান, দ্বিতীয় স্থানে রয়েছেন সালেহ আহাম্মেদ, তৃতীয় স্থানে মোহাম্মদ মুশাররফ হোসাইন।

বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই সাফল্যে আমরা আনন্দিত। এটাকে প্রকৃত বিশ্ববিদ্যালয়ে রূপ দিতে আমি কাজ করছি। আমরা গবেষণা খাতে গতবারের চেয়ে বাজেট ডাবল করে দিয়েছি। আমরা করোনাকালীন পরিস্থিতিতে প্রায় অর্ধকোটি টাকা শিক্ষার্থীদের স্কলারশিপ দেওয়ার ব্যবস্থা করেছি।

 কোভিডের সময়েও গত ঈদে শিক্ষার্থীদের নিজস্ব পরিবহনে বাসায় পৌঁছে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০০৫ সালের ২০ অক্টোবর সাড়ে ৭ একর জায়গা নিয়ে জাতীয় সংসদে আইন পাসের মাধ্যমে জগন্নাথ কলেজ বিশ্ববিদ্যালয়ে উন্নীত হয়। বর্তমান বিশ্ববিদ্যালয়ে ৬টি অনুষদে ৩৬টি বিভাগ ও ২টি ইনস্টিটিউটে প্রায় ৬৭৯ জন শিক্ষক, ১৩ হাজার ১৬৫ জন শিক্ষার্থী, ৬৮৬ জন কর্মকর্তা-কর্মচারী আছেন। বিশ্ববিদ্যালয় হিসেবে খুব একটা পুরাতন না হলেও প্রতিষ্ঠানটির রয়েছে সুদীর্ঘ দেড়শ বছরেরও পুরনো ইতিহাস। বাংলাদেশের ভাষা আন্দোলন, শিক্ষা আন্দোলন, আগরতলা ষড়যন্ত্র মামলা, ৬ দফা ও ১১ দফার আন্দোলন এবং উনসত্তরের গণ-অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধসহ প্রতিটি আন্দোলনের ইতিহাসে জগন্নাথের অবদান কখনো অস্বীকার করার মতো নয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads