• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮

ক্যাম্পাস

জাবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলছে

  • জাবি প্রতিনিধি
  • প্রকাশিত ১৪ নভেম্বর ২০২১

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলছে।

আজ রবিবার (১৪ নভেম্বর) সকাল ৯ টায় প্রথম শিফটের মাধ্যমে পরীক্ষার শুরু হয়েছে। পরপর পাঁচটি শিফটে এই ইউনিটের পরীক্ষা শেষ হবে বিকেল চারটায়।

ভোর থেকেই গুড়িগুড়ি বৃষ্টির মধ্যে দিয়েই পরিক্ষার্থীরা পরিক্ষা কেন্দ্রে আসতে শুরু করে।

সমাজবিজ্ঞান অনুষদের ৩২৬ টি আসনের বিপরীতে আবেদন করেছে ৩৭ হাজার ৮৪৭ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী । ‘বি’ ইউনিটের ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় এসএসসি ও এইচএসসির ফলাফলের উপর থাকছে ২০ নম্বর। ৪৫ মিনিটে পরিক্ষার্থীদের ৬০ টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান ১ ধরে ৬০ নম্বরকে আবার ৮০ নম্বরে রূপান্তর করা হবে।

ভর্তি পরীক্ষা সম্পর্কে সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক রাশেদা আখতার বলেন, কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াাই সুষ্ঠুভাবে প্রথম দুই শিফটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রথম দুই শিফটে উপস্থিতির হার প্রায় ৬৫ শতাংশ।

ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে একজন ম্যাজিস্ট্রেট সার্বক্ষনিক নিয়োজিত থেকে তদারকি করছেন পাশাপাশি শৃঙ্খলা বজায় রাখতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে পুলিশ ও আনসার সদস্যরা। এছাড়াও সাদা পোশাকে রয়েছে গোয়েন্দা বাহিনী। গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে।

গত ৯ নভেম্বর মঙ্গলবার ‘ডি’ ইউনিটের মধ্যে দিয়ে জাবির এবারের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। ২২ নভেম্বর এ ইউনিটের পরীক্ষার মাধ্যমে এবারের ভর্তি পরীক্ষা শেষ হবে। 

এ বছর মোট ৯টি ইউনিটে ১ হাজার ৮৮৯টি আসনের বিপরীতে অংশগগ্রহণ করবে ৩ লাখ ৮ হাজার ৬০৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। সে অনুযায়ী প্রতিটি আসনের বিপরীতে লড়বে ১৬৩ জন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads