• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮

ক্যাম্পাস

জাবির কলা অনুষদভূক্ত ‘সি’ ইউনিটের ফলাফল প্রকাশিত

  • জাবি প্রতিনিধি
  • প্রকাশিত ২১ নভেম্বর ২০২১

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের কলা ও মানবিক অনুষদভূক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরিক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

আজ রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বিষয়ক ওয়েবসাইট (www.ju-admission.org)-এ এই ফলাফল প্রকাশ করা হয়।

‘সি’ ইউনিটে বিজ্ঞান শাখার ছেলে ও মেয়েদের জন্য পৃথকভাবে ৭৭টি, বাণিজ্য শাখার ছেলে ও মেয়েদের পৃথকভাবে ২৫ টি, মানবিক শাখার ছেলে ও মেয়েদের জন্য পৃথকভাবে ৮৪টি সিটের বিপরীতে মেধাক্রম অনুযায়ী মোট আসন সংখ্যার দশগুণ শিক্ষার্থীর ফলাফল প্রকাশ করা হয়েছে। ভর্তি সম্পর্কিত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

প্রসঙ্গত, এবছর কলা ও মানবিক অনুষদের মোট ৩৭২ টি আসনের বিপরীতে আবেদন জমা পড়ে ৪১ হাজার ৬৭৭ টি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads