• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮

ক্যাম্পাস

জাবির ভর্তি পরীক্ষায় বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের পাশে পিডিএফ

  • জাবি প্রতিনিধি
  • প্রকাশিত ২২ নভেম্বর ২০২১

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে ফিজিক্যালি চ্যালেঞ্জড ডেভলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ)।ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহযোগিতায় তথ্য সহয়তা কেন্দ্র, পরিবহণ সেবা, আবাসন সুবিধা সহ বেশকিছু কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি।

এ বিষয়ে সংগঠনটির সভাপতি এস কে এম হেদায়েত উল্লাহ বলেন, ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য প্রতিবছর দেশের বিভিন্ন জায়গা থেকে পরীক্ষার্থীরা আসে।এদের মাঝে অনেক শিক্ষার্থীর শারীরিক প্রতিবন্ধকতা থাকে।স্বাভাবিক শিক্ষার্থীদের সহযোগিতার জন্য বিভিন্ন ছাত্র সংগঠন কাজ করলেও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সহযোগিতায় নেই বিশেষ কোনো সংগঠন। ফিজিক্যালি চ্যালেঞ্জড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন(পিডিএফ) বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য কাজ করে। যেহেতু বাংলাদেশে উচ্চ শিক্ষায় দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য কোন বই বা গ্রন্থগত সুবিধা নেই তাই আমরা চেষ্টা  করি অডিও রেকর্ডিং এর মাধ্যমে বই গুলার অডিও তাদের কাছে পৌঁছে দিতে। এছাড়াও দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের পরীক্ষার ক্ষেত্রে শ্রুতিলেখক এর প্রয়োজন হয় তখন এবিষয়ে কোন সহযেগিতার প্রয়োজন হলে আমরা তা করার চেষ্টা করি, এছাড়াও আর্থিক সংকটাপন্ন শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ প্রোগ্রাম চালু আছে।

এ প্রসঙ্গে বিশেষ চাহিদাসম্পন্ন পরিক্ষার্থী মোঃ সজিব বলেন, ক্যাম্পাস থেকে পরীক্ষার কেন্দ্রগুলো দূরে হওয়ায় শারীরিক প্রতিবন্ধকতাসম্পন্ন শিক্ষার্থীদের যাতায়াতে বেশ সমস্যার সম্মুখীন হতে হয়। পিডিএফ সংগঠন থেকে পরীক্ষার কেন্দ্র, সিটপ্ল্যান খুঁজতে এবং কেন্দ্রে পৌঁছাতে সহায়তা করেছে।

প্রসঙ্গত, ফিজিক্যালি চ্যালেঞ্জড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ) প্রতিষ্ঠিত হয় ২০০৮ সালে।বিশেষ চাহিদাসম্পন্ন তরুন শিক্ষার্থীদের সমন্ধে সমাজে সচেতনতা বৃদ্ধি, তাদের উচ্চশিক্ষার্থে স্কলারশিপ প্রোগ্রাম, সমাজের বিভিন্ন কার্যক্রমে অধিকতর সম্পৃক্ত করা সহ বেশকিছু সামাজিক কার্যক্রম পরিচালনা করে সংগঠনটি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads