• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮

ক্যাম্পাস

জাবিতে 'মিশন এক্সট্রিম' সিনেমার কলাকুশলীরা

  • জাবি প্রতিনিধি
  • প্রকাশিত ২৯ নভেম্বর ২০২১

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রচারণায় এসছে 'মিশন এক্সট্রিম' সিনেমার কলাকুশলীরা।

গতকাল রোববার (২৮ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট ইয়ার্ডে সমবেত সিনেমাপ্রেমী শিক্ষার্থীদের সাথে সিনেমার ট্রেলার, গান প্রদর্শন এবং অভিনয়ের অভিজ্ঞতা বর্ণনা করেন অভিনেতা ও কলাকুশলীরা। 

জাহাঙ্গীরনগর সিনে সোসাইটি কর্তৃক আয়োজিত এই প্রচারণায় অংশ নেন 'মিশন এক্সট্রিম' সিনেমার পরিচালক সানী সানোয়ার, অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশী, অভিনেতা সুদীপ বিশ্বাস দীপ, সৈয়দ নাজমুস সাকিব, সুমিত চক্রবর্তী সহ আরও অনেকে।  

সিনেমার পরিচালক, সানোয়ার সানী বলেন, "আমি এই বিশ্ববিদ্যালয়ের পঁচিশতম ব্যাচের শিক্ষার্থী। তাই জাহাঙ্গীরনগর আমার আবেগের জায়গা। অনেক আগে শুটিং শেষ করলেও করোনার জন্য আমরা সিনেমাটি হলে রিলিজ দিতে পারি নি। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, বিশ্বমানের একটি বাংলা কপ-একশন-থ্রিলার সিনেমা আপনাদের উপহার দিতে। এই সিনেমার সিকুয়েল নির্মাণও চলছে, ইতিমধ্যে 'মিশন এক্সট্রিম-২" এর শ্যুটিং শেষ হয়ে গেছে।"

উক্ত প্রচারণায় মূল অভিনেত্রী ঐশী বলেন, "জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এটাই আমার প্রথম আসা এবং মিশন এক্সট্রিম আমার প্রথম সিনেমা। এত সুন্দর ক্যাম্পাসে এসে আমি নিজেকে আপ্লুত মনে করছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সকল শিক্ষার্থীকে আগামী ৩ ডিসেম্বর হলে গিয়ে আমাদের সিনেমাটি দেখার অনুরোধ করছি।"

বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী, মিশন এক্সট্রিম সিনেমার অভিনেতা সৈয়দ নাজমুস সাকিব ও অন্যান্য কলাকুশলীরা সিনেমা নির্মাণকালীন চ্যালেঞ্জ এবং অভিজ্ঞতা শেয়ার করেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাংস্কৃতিক বিকাশে সিনেমার উপযোগিতা সম্পর্কে ব্যক্ত করেন এবং সবাইকে বাংলা কন্টেন্ট দেখায় উদ্বুদ্ধ করেন। 

এরপর 'মিশন এক্সট্রিম' টিম বিশ্ববিদ্যালয়ের টিএসসির ৪ নং,  "জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব" কক্ষ পরিদর্শন করেন। উল্লেখ্য, 'মিশন এক্সট্রিম' কপ ক্রিয়েশন এবং মাইম মাল্টিমিডিয়া প্রযোজিত আরেফিন শুভ, জান্নাতুল ফেরদৌস ঐশী, তাসকিন রহমান, মিশা সওদাগর অভিনীত একটি বাংলা থ্রিলার সিনেমা। সিনেমাটি পরিচালনা করেছেন সানী সানোয়ার  ও ফয়সাল আহমেদ।আসছে ৩রা ডিসেম্বর সিনেমাটি একই সাথে বাংলাদেশ ও দেশের বাইরে মুক্তি দেয়া হচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads