• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯

ক্যাম্পাস

আনন্দমোহন কলেজে ছাত্রলীগের কোন্দল, হল বন্ধ ঘোষণা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৫ ডিসেম্বর ২০২১

ময়মনসিংহের আনন্দমোহন কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের কোন্দলে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে সব হল।

শনিবার দুপুরে, কলেজ ক্যাম্পাসে দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া ও বোমা বিস্ফোরণের পর সন্ধ্যায় হল বন্ধের ঘোষণা দেয় কলেজ কর্তৃপক্ষ। কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. আমান উল্লাহ স্বাক্ষরিত নোটিশে হল ছাড়ার নির্দেশ দেয়া হয়। এই ঘোষণায় হল ছাড়ছে শিক্ষার্থীরা।

কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমান উল্লাহ স্বাক্ষরিত এক নোটিশে বলা হয়েছে, অনিবার্য কারণে কলেজের আইনশৃঙ্খলা ও হোস্টেল স্টিয়ারিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক কলেজের আওতাধীন ছাত্র ও ছাত্রী নিবাসসমূহ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অবস্থানরত ছাত্রদের শনিবার রাত সাড়ে ৮টার মধ্যে এবং ছাত্রীদেরকে রোববার সকাল ৮টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।

ছাত্রলীগের নেতাকর্মীরা জানান, শুক্রবার আনন্দমোহন কলেজ ছাত্রলীগের ইউনিটকে জেলা শাখা ছাত্রলীগে অর্ন্তভুক্ত করার ঘোষণা দেয়া হয়। এ খবর ছড়িয়ে পড়লে রাতেই কলেজের গেটের সামনে প্রতিবাদ করে ছাত্রলীগের একাংশ। শনিবার সকাল থেকে কেন্দ্রীয় ছাত্রলীগের সিদ্ধান্ত পরিবর্তনের দাবিতে ক্যাম্পাসে অবস্থান নেয় তারা। দুপুরে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হলে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। 

পুলিশ জানায়,  কেন্দ্রীয় ছাত্রলীগের একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে কলেজ ছাত্রলীগের ২ গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads