• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
ধ্বংসের পথে ঝুলন্ত সেতু

ছবি: বাংলাদেশের খবর

ক্যাম্পাস

ধ্বংসের পথে ঝুলন্ত সেতু

  • প্রকাশিত ২১ ডিসেম্বর ২০২১

কামরুল হাসান, চবি 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আকর্ষণীয় স্থাপনাগুলোর মধ্যে একটি ঝুলন্ত ব্রিজ। রাঙামাটির ঝুলন্ত সেতুর আদলে তৈরি করা এই সেতুটি ছিল বিশ্ববিদ্যালয়ের অন্যতম আকর্ষণ। সমাজবিজ্ঞান অনুষদের সামনে পাশের খালে ওপর হলোও প্রশাসনিক ভবন ও কলা অনুষদে সংক্ষিপ্ত পথে যাওয়ার জন্য নির্মাণ করা হয়েছিল ঝুলন্ত সেতুটি। তবে যথাযথ রক্ষণাবেক্ষণ এবং পরিচর্যার অভাবে জরাজীর্ণ হয়ে আছে সেতুটি। ভেঙে পড়েছে সেতুর মধ্যকার কাঠের পাটাতন। ব্যবহার অনুপোযোগী হওয়ায় ও দুর্ঘটনা এড়াতে সেতুর দুইপাশে কাঁটাতার বসিয়ে চলাচল বন্ধ করে রেখেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রাজনীতি বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী দ্বীন ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ে আসার পর ঝুলন্ত ব্রিজকে কেন্দ্র করে আমরা আড্ডা এবং গল্প করতাম। তারপর কয়েকটি পাটাতন ভেঙে গেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন সেতুটিকে কাঁটাতার দিয়ে ঘিরে ফেলে এখন দ্বিতীয় বর্ষে উঠার পরেও সেতুটির কোনো সংরক্ষণ এবং নতুনভাবে সংস্কার করে শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হয়নি।

প্রয়াত অধ্যাপক উপাচার্য ড. আবু ইউসুফ রাঙামাটির ঝুলন্ত সেতুর আদলে ২০০৯ সালে নির্মাণ করেন বিশেষ এই স্থাপনাটি। এরপর ২০১২ সালে ঘূর্ণিঝড়ে সেতুটি ক্ষতিগ্রস্ত হলে দীর্ঘদিন সংস্কারবিহীন থাকার পর মেরামত করা হয়। প্রতি বছর ভর্তি পরীক্ষার আগে নিরাপত্তার কথা চিন্তা করে কাঁটাতারে বাঁধা হয় সেতুটি। সেই হিসেবে ২০১৮ সালের অক্টোবর মাসে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আগে সেতুটি কাঁটাতারে বাঁধা হয়। এরপর সংস্কারের অজুহাতে আর খোলা হয়নি।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর বলেন, বিভিন্ন কারণে বন্ধ রাখা হয়েছে। তারপরে আর খুলে দেওয়া হয়নি। আমরা সেতুটি সংস্কারের ব্যাপারে প্রস্তাব প্রশাসনকে দিয়েছি। কর্তৃপক্ষ বললেই সংস্কার কাজ করতে পারবো।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads