• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯

ক্যাম্পাস

কচ্ছপের গতিকেও হার মানায় কুবির ইন্টারনেট

  • কুবি প্রতিনিধি
  • প্রকাশিত ০৯ জানুয়ারি ২০২২

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দুর্বল ইন্টারনেট সেবায় ভোগান্তিতে রয়েছে কুবি শিক্ষার্থীরা। সকল অনুষদ, আবাসিক হল, লাইব্রেরীসহ গুরুত্বপূর্ণ জায়গায় শিক্ষার্থীরা নিজের চাহিদামতো ইন্টারনেট ব্যবহার করতে পারছে না। 

শিক্ষার্থীদের অভিযোগ, ২০১৯ সালে সম্পূর্ণ ক্যাম্পাস ওয়াইফাই আওতায় আনার পরেও ইন্টারনেট ব্যবহারে বেগ পেতে হচ্ছে তাদের। ইন্টারনেটের গতি এতই দুর্বল যে গুগলে কোন কিছু সার্চ বা ব্রাউজিং করা যাচ্ছে না। অনেক সময় পড়াশুনা সম্পর্কিত বিভিন্ন তথ্য পাওয়ার জন্য ইন্টারনেট ব্যবহার করতে হয়। কিন্তু ধীরগতির ইন্টারনেটের জন্য তাদের পড়াশুনার বিঘ্ন ঘটছে।

ক্যাম্পাসের ওয়াই ফাইয়ের গতি সম্পর্কে জানতে চাইলে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী রনি মন্ডল বলেন, 'ক্যাম্পাসে কিংবা হলেই সব সময় আমাদের থাকতে হয়, দেখা যায় ওয়াই ফাইয়ের এমন বাজে অবস্থার কারণে গুরুত্বপূর্ণ কাজ করতে গিয়ে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হতে হচ্ছে।যার জন্য উঁচু দরে ইন্টারনেট প্যাক কিনে ব্যবহার করতে হচ্ছে। এদিকে প্রশাসন সবসময়ই ভালো গতি সম্পন্ন ইন্টারনেট দেওয়ার কথা বলে, কিন্তু কথায় আর কাজে কোনো মিল পাওয়া যায় না।'  

এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় আইসিটি সেলের সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার মো. সাইফুল ইসলাম বলেন, 'আমাদের প্রজেক্টের মেয়াদ শেষ হওয়ার পর আমরা নতুন সিস্টেম সংযোজন করবো তাই শিক্ষার্থীদের একটু সমস্যা হচ্ছে। আমরা হল, ডরমেটরির প্রতিটি রুমে কানেকশন পয়েন্ট এবং ব্যক্তিগত একটি রাউটারে এক্সেস দিয়ে দিবো যাতে তারা খুব সহজেই ইন্টারনেট ব্যবহার করতে পারে।'   

এই প্রক্রিয়া সম্পন্ন করতে কতদিন লাগতে পারে জানতে চাইলে তিনি বলেন, 'বাংলাদেশ রিসার্স অ্যান্ড এডুকেশন নেটওয়ার্কের (বিডিরেন) থেকে নতুন করে বাজেট আসা এবং কাজ শেষ করা সব মিলিয়ে ৪ থেকে ৫ মাসের মতো সময় লাগবে।'

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads