• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি শিক্ষামন্ত্রীর

সংগৃহীত ছবি

ক্যাম্পাস

শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি শিক্ষামন্ত্রীর

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৬ জানুয়ারি ২০২২

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) চলমান সমস্যার পেছনে যারা জড়িত তাদের বিরুদ্ধ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ বুধবার সন্ধ্যা ৭টার দিকে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক। তাদের সব দাবি-দাওয়া বাস্তবায়ন করবো। শিক্ষার্থীরা চাইলে আমরা যে কোনো সময় তাদের সঙ্গে বসবো।

শিক্ষামন্ত্রী বলেন, শাবিপ্রবির সব সমস্যা খতিয়ে দেখা হবে। এর সঙ্গে যারাই জড়িত, তাদের বিরুদ্ধ ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় শিক্ষার্থীদের আন্দোলন থেকে সরে আশার আহ্বান জানালেও উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবি বিষয়ে কোনো আশ্বাস দেননি শিক্ষামন্ত্রী। তিনি বলেছেন, ​উপাচার্য থাকা না থাকা রাষ্ট্রপতির সিদ্ধান্ত। পদত্যাগ করলেই তো সমস্যার সমাধান হবে না।

শিক্ষামন্ত্রী বলেন, অনশনের অষ্টম দিন আজ সকালে অনশন ভেঙেছেন তারা। আমরা এতে আনন্দিত। যা ঘটেছে তা সুষ্ঠুভাবে দেখার সুযোগ হলো। যারা আন্দোলনে ছিলেন তাদের সঙ্গে কথা হয়েছে। তাদের সব সমস্যার সমাধান করতে চাই। আশা করি, তারা আমাদের সঙ্গে যুক্ত হয়ে কাজ করবেন।

তিনি বলেন, শাহজালালে যেসব সমস্যার কথা বলা হয়েছে তা প্রায় সব বিশ্ববিদ্যালয়ে আছে। আমরা সবগুলো সমাধান করবো।

দীপু মনি বলেন, শাহজালাল বিশ্ববিদ্যালয়ে যা হয়েছে প্রধানমন্ত্রী অবহিত আছেন। প্রধানমন্ত্রীর প্রতিও শিক্ষার্থীদের আস্থা রয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads