• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
ময়মনসিংহ মেডিকেল কলেজে অনির্দিষ্টকালের জন্য ছাত্ররাজনীতি নিষিদ্ধ

সংগৃহীত ছবি

ক্যাম্পাস

ময়মনসিংহ মেডিকেল কলেজে অনির্দিষ্টকালের জন্য ছাত্ররাজনীতি নিষিদ্ধ

  • ময়মনসিংহ ব্যুরো
  • প্রকাশিত ০৬ মার্চ ২০২২

ময়মনসিংহ মেডিকেল কলেজে (মমেক) অনির্দিষ্টকালের জন্য ছাত্ররাজনীতি নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত কলেজ অধ্যক্ষ প্রফেসর ডা. চিত্তরঞ্জন দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত দীর্ঘ আলোচনা সভায় এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

রোববার সকালে অধ্যক্ষ প্রফেসর ডা. চিত্তরঞ্জন দেবনাথ এ প্রতিবেধককে জানান সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কলেজ ক্যাম্পাসে মিছিল, মিটিং, সভা-সমাবেশসহ সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কলেজের ছাত্রাবাস ও কলেজ ক্যাম্পাসের আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পুলিশসহ সকল আইন-শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষের কাছে ন্যস্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। যেকোনো পরিস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনী কলেজ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়াই যেকোনো শিক্ষার্থীকে আটক এবং তার কক্ষে তল্লাশিসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবে।

কলেজের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. আবুল কালাম আজাদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগের ঘটনায় গঠিত তদন্ত কমিটি তাদের দাখিলকৃত প্রতিবেদনে উল্লেখ করেন ওই শিক্ষকের বিরুদ্ধে করা সকল অভিযোগ মিথ্যা,বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।

একাডেমিক কাউন্সিলের সভায় শিক্ষককে অপবাদ দিয়ে তার সম্মানহানি করায় কলেজের ৫৩ ব্যাচের ছাত্র ও কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হাসানকে তিন বছর এবং ওই অভিযোগ তুলে মানববন্ধন করায় আরও দুই শিক্ষার্থীকে দুই বছর ও সাতজনকে এক বছরের জন্য কলেজের সকল একাডেমিক কার্যক্রম থেকে বিরত বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads