• রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪২৯

ক্যাম্পাস

বারি’ত ইনসেপশন ওয়ার্কশপ অনুষ্ঠিত

  • ''
  • প্রকাশিত ২০ সেপ্টেম্বর ২০২৩

বিশেষ প্রতিনিধি:

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর পাস্টহারভেস্ট টেকনোলজি বিভাগ ও সবজি বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র এর উদ্যাগে “আপ-স্লিং এন্ড পাইলেটিং ফোর কমার্শিয়ালাইজেশন অফ ফ্রাইড ফ্রেশ-কাট চিপসের ফরম সিলেক্টেড ক্রোপস ইউজিং ভ্যাকুয়াম ফ্রাইং টেকনোলজি” এবং ”কমিউনিটি বেসড সাসটেইনবল ভেজিটবলস প্রাডাকশন: এলিভটিং কায়োলিটি সিড প্রোডাকশন, প্রসেসিং, মার্কেটিং এন্ড এক্সপ্যানশন অফ বিএআরআই রিলিজড ভ্যারাইটিজ ইন বাংলাদেশ” শীর্ষক কর্মশালা ২০ সেপ্টম্বর ২০২৩ বুধবার বারি’র সেমিনার রুমে অনুষ্ঠিত হয়েছে। ডাচ বাংলা ব্যাংক লিমিটেড (ডিবিবিএল), ঢাকা এর অথার্য়নে আয়োজিত এ কর্মশালায় বারি’র বিভিন্ন বিভাগ ও কেন্দ্রের বিজ্ঞানী ও কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

বারি’র পরিচালক (সেবা ও সরবরাহ) ড. ফেরদৌসী ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার। কর্মশালায় গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন ডিবিবিএল-সিএসআর প্রােগ্রাম এক্সপার্ট কমিটি, ঢাকা এর চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মঞ্জুরুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিবিবিএল-সিএসআর গ্রাটা সচিবালয়, ঢাকা এর প্রাগ্রাম কাে-অর্ডিনেটর ড. ইঞ্জি. মাে. আব্দুর রাজ্জাক আকন্দ, এবং এসএমই-বিবিডি, ডিবিবিএল, ঢাকা এর সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এন্ড হেড ফরহাদ আহমদ খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পোস্টহারভেস্ট টেকনোলজি বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. হাফিজুল হক খান। প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন বারি’র সবজি বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ড. এ কে এম কামরুজ্জামান এবং পোস্টহারভেস্ট টেকনালজি বিভাগের ঊর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. গোলাম ফেরদৌস চৌধুরী।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads