• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
মানিব্যাগ

মানিব্যাগ

প্রতীকী ছবি

হাস্যরস

মানিব্যাগ

  • জেলী আক্তার
  • প্রকাশিত ০৯ ফেব্রুয়ারি ২০১৯

ভাইদের জন্য প্রয়োজনীয় কিছু টিপস।

বিশেষ করে আপনাদের মানিব্যাগের সৌন্দর্য ধরে রাখার জন্য এ কথাগুলো খুবই প্রয়োজনীয়। আর চাকরিজীবী ভাইয়ারা হয়তো ইতোমধ্যে মাসের সেলারিটাও হাতে পেয়েছেন। একটা জরুরি কথা এই যে মানিব্যাগের যাতে কোনো ধরনের স্বাস্থ্য ঘাটতি না হয়, সে বিষয়ে কিছু প্রয়োজনীয় টিপস দিচ্ছি। আশা করি কাজে লাগবে।

 

১. সাত তারিখ নাকি রোজ ডে, শোনেন-

আপনাদের পরিবারের কথা চিন্তা করে

একশ টাকা দিয়ে একটা গোলাপ কেনা থেকে বিরত থাকবেন। কারণ এই ডেগুলো চলে গেলে দেখবেন গোলাপসহ গোলাপ গাছ মাত্র পঁচিশ টাকা।

 

২. এবার আসি দ্বিতীয় টপিকে

এই রোজ ডে’র পরে আরো অনেক ডে আসবে, যেমন ধরুন-

চকোলেট ডে, তার মানে আপনার জিএফ-কে কয়েক ধরনের দামি চকোলেট গিফট করুন, সঙ্গে চকোলেট বক্স। আসলে এসব ডে-তে দেখবেন মানিব্যাগে শুধু চকোলেট থাকবে, এর বেশি কিছু না।

 

৩. তৃতীয় টপিকে আসি, চকোলেট ডে যাওয়ার পর আরো ডে আসবে। ধরুন-

টেডি ডে। আশা করি এই জিনিস আপনি কিনতে গেলে নির্ঘাত দাম টু দি বর ফোর হিসেবে নেবে। তার মানে বলতে চাচ্ছি, দামের চারগুণ বেশি টাকা নেবে।

সুতরাং এসব কেনা থেকে বিরত হোন।

 

৪. এবার আসি চতুর্থ টপিকে। হ্যাঁ ভাই, প্রমিজ ডে-তে আপনার জিএফ-কে ভুলেও টাকা দেওয়ার কোনো প্রমিজ করবেন না।

এরকম ডে আসবে আরো। কয়েকটা থাক। ওসব আর বিশ্লেষণ না করি।

 

৫. এবার আসা যাক পঞ্চম পর্যায়ে। ১৪ ফেব্রুয়ারিতে জিএফ নামক প্যারার কবলে পড়ে রেস্টুরেন্টের বিল, তারপর ফুসকার বিল এবং নতুন নতুন ড্রেস কেনার বিল আপনাকেই পেমেন্ট করতে হবে, যদি বাসা থেকে বের হন। যদি বাসা থেকে বের হতেই হয়, তাহলে মানিব্যাগটা রেখে যাবেন।

আর হ্যাঁ, পারলে বিকাশ চালু আছে এমন সিমও রেখে যাবেন। তবে হ্যাঁ, চেষ্টা করবেন যেন যাওয়া-আসার ভাড়াটা জিএফ-এর কাছ থেকে আদায় করা যায়। তবে নিজ দায়িত্বে ফোনের কভারের নিচে পঞ্চাশ, একশ টাকা রাখবেন যদি জিএফ মানে আপনার গার্ল ফ্রেন্ড ভাড়া না দেয়।

 

সবশেষে একটা কথা, এসব টিপস ইউজ করে ব্রেক কিংবা অন্য কিছু হলে কেউ দায়ী নহে।

তবে একটু সাবধানে থাকবেন।

মানিব্যাগ সাবধানে রাখবেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads