• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
হিলিতে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে

ফাইল ছবি

পণ্যবাজার

হিলিতে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে

  • হিলি (দিনাজপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ০১ মার্চ ২০২০

ভারত সরকার পেঁয়াজ রপ্তানি বন্ধের আদেশ তুলে নেওয়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দরে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। দুই দিনের ব্যবধানে স্থানীয় বাজারে প্রতি কেজিতে দাম কমেছে ২০ থেকে ৩০ টাকা।

ভারত সরকার সে দেশের পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে গত বছরের ২৯ সেপ্টম্বর থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। এতে অস্থিতিশীল হয়ে উঠে বাংলাদেশের পেঁয়াজের বাজার। এবার ভারতে পেঁয়াজের ফলন ভালো হওয়ার কারণে গত ২৭ ফেব্রুয়ারি পেঁয়াজ রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে ভারত সরকার। এ সংবাদে দেশের বাজারের পাশাপাশি হিলি বন্দরে বেড়েছে পেঁয়াজের জোগান। পাইকারী বাজারেও দাম কমতে শুরু করায় খুচরা বাজারে দাম কমছে।

হিলি বাজারের খুচরা পেঁয়াজ বিক্রেতারা জানান, দুইদিন আগে যে পেঁয়াজের দাম ছিল কেজিপ্রতি ৭০ থেকে ৮০ টাকা। সেই পেঁয়াজ বাজারে বিক্রি হচ্ছে প্রকারভেদে ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে। হঠাৎ করে পেঁয়াজের দাম কমতে থাকায় খুশি খুচরা ক্রেতারাও।

পেঁয়াজ ক্রেতা মজিবর রহমান,রফিকুল ইসলাম জানান, পেঁয়াজের দাম বৃদ্ধির পর থেকে পেঁয়াজ খাওয়া কমিয়ে দিয়েছিলাম। অনেকদিন পর আজ এক কেজি পেঁয়াজ কিনলাম।

পাইকারী পেঁয়াজ বিক্রেতারা জানান, যদিও এখন পর্যন্ত ভারতীয় পেঁয়াজ আমদানি হয়নি। তারপরও পেঁয়াজের বাজার কমে এসেছে। ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হলে প্রতিকেজি পেঁয়াজ ২০ থেকে ৩০ টাকায় নেমে আসতে পারে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads