• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
পুঁজিবাজারে দরপতন ঠেকাতে নতুন সার্কিট ব্রেকার

সংগৃহীত ছবি

পণ্যবাজার

পুঁজিবাজারে দরপতন ঠেকাতে নতুন সার্কিট ব্রেকার

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৮ মার্চ ২০২২

পুঁজিবাজারের দরপতন ঠেকাতে নতুন করে সার্কিট ব্রেকার আরোপ করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন নিয়ম অনুযায়ী শেয়ার দর সর্বোচ্চ বাড়তে পারবে ১০ শতাংশ। আর শেয়ার দর সর্বোচ্চ কমতে পারবে ২ শতাংশ। আগামীকাল বুধবার থেকে নতুন এই নির্দেশনা কার্যকর হবে।

মঙ্গলবার বিএসইসির কমিশনার অধ্যাপক শেখ শামসুদ্দিন সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, স্ট্যাবিলাইজেশন ফান্ড থেকে ১০০ কোটি টাকা বিনিয়োগের জন্য আইসিবিকে নির্দেশ দেওয়া হয়েছে। আইসিবি ইতোমধ্যে এটা নিয়ে কাজ শুরু করেছে।

তিনি জানান, বাণিজ্যিক ব্যাংকগুলোর ২০০ কোটি টাকা করে পুঁজিবাজারে বিনিয়োগের কথা রয়েছে। বাংলাদেশ ব্যাংক তা বিনিয়োগ করার জন্য ব্যাংকগুলোকে উৎসাহ দিচ্ছে। সেজন্য তিনি বিএসইসির পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংককে ধন্যবাদ জানান। যে সব ব্যাংক এখনও ফান্ড গঠন করেনি। তাদের ফান্ড গঠন করার জন্যও বাংলাদেশ ব্যাংক নির্দেশনা দিয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads