• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯

চলছে খুলনায় ওয়াসার পানি সরবরাহ প্রকল্পের কাজ

ছবি: সংগৃহীত

সারা দেশ

ডিসেম্বরে ৪৫ হাজার গ্রাহক সুপেয় পানি পাবেন

  • খুলনা ব্যুরো
  • প্রকাশিত ০৬ মে ২০১৮

খুলনায় ওয়াসার পানি সরবরাহ প্রকল্পের ৮০ শতাংশ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। আগামী সেপ্টেম্বর থেকে পরীক্ষামূলক ‘সুপেয় পানি সরবরাহ প্রকল্প’ চালু হবে এবং ডিসেম্বরের মধ্যে পুরনো ১৯ হাজার ও নতুন ২৬ হাজারসহ মোট ৪৫ হাজার গ্রাহক এ প্রকল্পের সুবিধা পাবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ প্রকল্পের আওতায় ১১ কোটি লিটার সুপেয় পানি সরবরাহ করা হবে।

খুলনা ওয়াসার বোর্ডসভায় শনিবার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আবদুল্লাহ পিইঞ্জ সদস্যদের এ তথ্য জানান।

ওয়াসার চেয়ারম্যান ও আইইবির ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী মোহাম্মাদ নুরুজ্জামানের সভাপতিত্বে বোর্ডসভায় আরো উপস্থিত ছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহম্মদ আলমগীর, খুলনা চেম্বার অব কমার্সের সভাপতি কাজী আমিনুল হক, খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সভাপতি এসএম জাহিদ হোসেন, কেসিসির কাউন্সিলর আমিনুল ইসলাম মুন্না ও পারভীন আক্তার।

সভায় ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আবদুল্লাহ পিইঞ্জ জানান, ২০১৯ সালের জুন মাসে ৬৪ হাজার গ্রাহককে সুপেয় পানি সরবরাহ করা হবে। নগরীর প্রায় ১৫ লাখ মানুষ বর্তমানে পাইপলাইনের মাধ্যমে দৈনিক ৬ কোটি লিটার ও নলকূপের মাধ্যমে ৫ কোটি লিটার পানির সুবিধা পাচ্ছেন। এ ছাড়া আগামী ডিসেম্বর মাসে পাইপলাইনের মাধ্যমে আরো ১১ কোটি লিটার সুপেয় পানি সরবরাহ করা সম্ভব হবে।

তিনি বলেন, নগরীর সবাই ওয়াসার সুপেয় পানির লাইনের সংযোগ নিলে চাহিদার পরিমাণ দাঁড়াবে দৈনিক প্রায় ২৪ কোটি লিটার। ইতোমধ্যে ৬৪০ কিলোমিটার সংযোগ পাইপ বসানো হয়েছে। বাকি ২৫ কিলোমিটার পাইপলাইনের কাজ আগামী সেপ্টেম্বরের আগেই শেষ হবে। ইতোমধ্যে ৯০ শতাংশ সড়ক মেরামত, ৯৫ শতাংশ ওভারহেড ট্যাঙ্কসহ অবকাঠামো নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। অবশিষ্ট কাজ সেপ্টেম্বর মাসের আগেই শেষ হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads