• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
কালিয়াকৈর মহাসড়কের পাশ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

উপজেলার চন্দ্রা এলাকায় সড়ক ও জনপদ বিভাগ অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে 

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কালিয়াকৈর মহাসড়কের পাশ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ৩১ ডিসেম্বর ২০১৯

নবীনগর-কালিয়াকৈর সড়কে প্রায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে । 

আজ মঙ্গলবার সকালে উপজেলার চন্দ্রা এলাকায় সড়ক ও জনপদ বিভাগ অভিযান চালিয়ে এ উচ্ছেদ অভিযান চালায়।

স্থাণীয় সুত্র জানায়, ঢাকা-টাঙ্গাইল মহা সড়কে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার নবীনগর-কালিয়াকৈর মহা সড়ক অংশে উপজেলার চন্দ্রা এলাকায় দীর্ঘদিন যাবৎ স্থাপনা তৈরী করে অবৈধভাবে মহা সড়কের জমি জবর দখল করে আসছিল। মঙ্গলবার সকালে সড়ক ও জনপদ বিভাগ অভিযান চালিয়ে মহাসড়কের পাশ্ববর্তী অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করে টাওয়েল টেক্সটাইল, ভাইকিংস ফুয়েল পাম্প, দোকান,মার্কেট ও ঘরবাড়ি সহ প্রায় শতাধিক স্থাপনা উচ্ছেদ করে।

সড়ক ও জনপদ বিভাগের অবৈধ উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন, সড়ক ও জনপদ বিভাগের প্রকল্প ব্যবস্থাপক শাহানা ফেরদৌস, উপ-প্রকল্প ব্যবস্থাপক নাহিদা সুলতানা, সড়ক ও জনপদের যুগ্ম সচিব ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহবুব আলম ফারুকী এবং কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ইসতিয়াক আহমেদ সহ প্রশাসনের বিভিন্ন স্তরের ব্যাক্তিবর্গ। এই অভিযান চলমান থাকবে বলে সড়ক ও জনপদ বিভাগ সুত্র জানিয়েছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads