• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
নিরাপদ খাদ্য আইন সংশোধন এবং ভোক্তা অধিকারের নামে হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

নিরাপদ খাদ্য আইন সংশোধন এবং ভোক্তা অধিকারের নামে হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন

  • কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশিত ১৩ ফেব্রুয়ারি ২০২০

নিরাপদ খাদ্য আইন সংশোধন এবং ভোক্তা অধিকারের নামে হয়রানি বন্ধের দাবিতে কুমিল্লায় মানববন্ধন করেছে বাংলাদেশ রেস্তোরা, মালিক সমিতি।

আজ বৃহস্পতিবার সকালে নগরীর কান্দিরপাড়ে ২ঘন্টা ব্যাপী চলা মানববন্ধনে সহস্রাধিক রোস্তোরা মালিক ও শ্রমিক অংশগ্রহন করেন। মাববন্ধনে রেস্তোরা, বেকারী ও মিষ্টি মালিক ঐক্যজোট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মানববন্ধন শেষে সংবাদ সম্মেলনে বক্তারা জানান, রেস্তোরা মালিকরা সকল নিয়ম মেনেই ব্যবসা পরিচালনা করে আসছেন। হঠাৎ গেল কয়েকদিন যাবৎ ভোক্তা অধিকার এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নামে কুমিল্লার বিভিন্ন আভিজাত রেস্তোরায় অভিযান পরিচালনা করা হচ্ছে।

তারা অভিযোগ করে বলেন, সরকারের পক্ষ থেকে নিয়মের বিষয়ে হোটেল স্টাফদের কোন প্রশিক্ষন না দিয়ে অভিযানে কল্পনাতীত জরিমানা করা হচ্ছে।আজকের পর নতুন করে কোন রেস্তোরায় ভোক্তা অধিকারের নামে অভিযান হলে কুমিল্লার সকল রেস্তোরা, বেকারী ও মিষ্টি দোকান অনিদিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হবে বলে হুশিয়ারী উচ্চারন করেন তারা। এছাড়া নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার আইন দ্রুত সংশোধনের দাবি জানান নেতৃবৃন্দ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads