• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
করোনা প্রভাবে মোরেলগঞ্জের মতুয়া সম্মেলন স্থগিত

প্রতীকী ছবি

সারা দেশ

করোনা প্রভাবে মোরেলগঞ্জের মতুয়া সম্মেলন স্থগিত

  • বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশিত ০৩ এপ্রিল ২০২০

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বাগেরহাটের মোরেলগঞ্জে ৯৮ তম মতুয়া সম্মেলন ও বারুণী স্নানোৎসব স্থগিত করা হয়েছে। শ্রীধাম লক্ষ্মীখালীর গদিনশীন সেবাইত সাগর সাধু ঠাকুর শুক্রবার বেলা ১২টায় এক প্রেস ব্রিফিংয়ে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।

তিনি বলেন, তিথি অনুযায়ী স্নান চলবে। তবে উৎসাবের সাথে নয়। স্ব-স্ব বাড়িতে মঙ্গল ঘটের জল দিয়ে সঙ্গনিরোধ অবস্থায় সকল মতুয়া ভক্তগণ নিশানসহ স্নান করে নিবে।

শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের ২০৮ তম আবির্ভাব লগ্ন, চৈত্রের মধূকৃষ্ণা তিথি অনুযায়ী আগামী ৫,৬ ও ৭ এপ্রিল লক্ষ্মীখালীতে মতুয়া ভক্তদের ৯৮তম মেলা অনুষ্ঠিত হবার কথা ছিল।

প্রতি বছর এখানে ভারত, নেপাল, ভুটানসহ দেশের বিভিন্ন এলাকা থেকে নানা ধর্মের প্রায় ৩ লাখ লোকের সমাগম ঘটে। মতুয়া ভক্তরা পূণ্য লাভের আশায় একযোগে স্নান করেন।

প্রায় শত বছরের ঐতিহ্যবাহী এ মেলা এবছর করোনার প্রভাবে স্থগিত করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads