• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
করোনা আক্রান্ত রোগী পালিয়ে হাসপাতালে, ইউনিট লকডাউন হবে

ফাইল ছবি

সারা দেশ

করোনা আক্রান্ত রোগী পালিয়ে হাসপাতালে, ইউনিট লকডাউন হবে

  • রেজাউল করিম সোহাগ, শ্রীপুর
  • প্রকাশিত ১৩ এপ্রিল ২০২০

গাজীপুরের শ্রীপুরে  করোনা আক্রান্ত এক রোগী পালিয়ে হাসপাতালে গিয়ে তথ্য গোপন করার ঘটনা ঘটেছে। উপজেলার কাওরাইদ ইউনিয়নের জাহাঙ্গীরপুর এলাকা থেকে ৪২ বছর বয়সী করোনা আক্রান্ত এক রোগী এ কাণ্ড করে।  হোম কোয়ারিন্টিনে থাকা অবস্থায় পরীক্ষায় করোনায় আক্রান্ত (পজেটিভ) হওয়ার খবর পেয়েই তিনি পালিয়ে যান। তার পরিবারে আরো দুই নারী করোনায় আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন ডা. ফতেহ আকরাম।  শ্রীপুরে পাঁচজন করোনায় আক্রান্ত হয়েছেন।  এর মধ্যে মারা গেছেন এক বৃদ্ধ।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. ফাতেহ্ আকরাম জানান, উপজেলার কাওরাইদ ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্ৰামের ওই ব্যক্তির পুরো পরিবারকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছিল। ১১ এপ্রিল তাদের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। পরে সোমবার হাতে পাওয়া রিপোর্টে তাদের শরীরে করোনা পজেটিভ ধরা পড়ে। এই খবর পেয়ে ওই পরিবারের ৪২ বছর বয়সী ওই পুরুষ পালিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চলে যান। হাসপাতালের সংশ্লিষ্ট বিভাগ থেকে তার লক্ষণ দেখে করোনা পরীক্ষা হয়েছে কি না জানতে চাইলে তিনি তা অস্বীকার করেন।

তিনি আরো জানান, এ বিষয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে। হাসপাতালটির বেশ কয়েকজনকে এমনকি একটি ইউনিটকে লকডাউন করা হতে পারে। ওই পরিবারের আরো দুই নারী সদস্যের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। এই দুজনকে বাড়িতে রেখেই আপাতত চিকিৎসা দেওয়া হবে। অপরদিকে পুরুষ সদস্যকে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এসকে হসপিটালে পাঠানো হয়েছে।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্যনুযায়ী, রোববার পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে মোট পাঁচজনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। এর মধ্যে কাওরাইদের জাহাঙ্গীরপুর এলাকায় একই পরিবারের দুই নারী ও ৪২ বছরের এক পুরুষ রয়েছেন। অপর দুজন হলেন তেলিহাটি ইউনিয়নের আবদার গ্ৰামের ৪০ বছর বয়সী পুরুষ ও উজিলাব গ্ৰামের ৬০ বছর বয়সী পুরুষ।

এ দিকে উজিলাব গ্রামের ৬০ বছর বয়সী এক বৃদ্ধ করোনা উপসর্গ নিয়ে গত ১১ এপ্রিল মারা যান। পরে তার নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছিল। রিপোর্টে এ বৃদ্ধের করোনা শনাক্ত হয়।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads