• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
চৌদ্দগ্রামের জগন্নাথে ২৭০ অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

চৌদ্দগ্রামের জগন্নাথে ২৭০ অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

  • চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
  • প্রকাশিত ১৮ এপ্রিল ২০২০

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশে ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মো. কামরুল হুদার পক্ষ থেকে জগন্নাথদীঘি ইউনিয়নের বিভিন্ন গ্রামের ২৭০ অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার বিকেলে ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন জগন্নাথদীঘি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবদুল হালিম, বর্তমান সভাপতি জাহাঙ্গীর হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মুহুরী, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রফিক মেম্বার, যুবদল নেতা মিজান খান, তৌহিদ উল্লাহ, নুরুন্নবী মানিক, মোঃ মামুন, ছাত্রদল নেতা রুপক, জিলানী, মোঃ আরিফসহ বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকরা।

পরে বিএনপি, যুবদল, ছাত্রদল ও প্রবাসী ফোরামের নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী হস্তান্তর করেন। এতে সন্তোষ প্রকাশ করেছেন করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে কর্মহীন হয়ে পড়া অসহায় পরিবারের সদস্যরা।

এদিকে জগন্নাথদীঘি ইউনিয়নের প্রত্যেক গ্রামের অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়ায় সর্বস্তরের নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন কুমিল্লার দক্ষিণ জেলা জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উপদেষ্টা মো. জাফর ভুঁইয়া।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads