• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
দেশের সব ইউএনও’র বাসায় আনসার নিয়োগ

ছবি : সংগৃহীত

সারা দেশ

দেশের সব ইউএনও’র বাসায় আনসার নিয়োগ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৬ সেপ্টেম্বর ২০২০

দেশের সব জেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) বাসায় আনসার নিয়োগ করা হয়েছে। দেশের মোট ৪৯২টি উপজেলার প্রত্যেক উপজেলায় ৪ জন করে সশস্ত্র আনসার নিয়োজিত রয়েছে।

গতকাল শনিবার (৫ সেপ্টেম্বর) আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার (৪ সেপ্টেম্বর) থেকে সংশ্লিষ্ট জেলা কমান্ড্যান্টদের তত্ত্বাবধানে এই মোতায়েন নিশ্চিত করা হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম বাহিনীর মর্যাদাকে সমুন্নত রেখে আনসারদের উপর অর্পিত দায়িত্ব সঠিক ভাবে পালনের নির্দেশ দিয়েছেন। মিজানুর রহমান বলেন, অতীতের ন্যায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিতে সর্বোচ্চ আত্মত্যাগ, দেশ প্রেম ও কর্তব্য নিষ্ঠার পরিচয় রাখবে।

তিনি বলেন, করোনা মহামারির এই সময় যথাযথ স্বাস্থ্য বিধি মেনে অধিক সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনে আনসারদের নির্দেশনা প্রদান করা হয়েছে।

প্রসঙ্গত, গত বুধবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাতে সরকারি বাসভবনের ভেনটিলেটর ভেঙে বাসায় ঢুকে ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। ইউএনও’র মাথায় গুরুতর আঘাত এবং তার বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করা হয়। এ কারণে দেশের সব ইউএনও’র নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads