• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
টঙ্গীবাড়ীতে বীজ আলুর দর নিয়ন্ত্রণহীন

টঙ্গীবাড়ী উপজেলার সিদ্বেশ্বরী কোল্ড ষ্টোরে মজুদ কিষানসিড ইন্টারন্যাশনাল আলুর বীজ

টঙ্গীবাড়ী প্রতিনিধি

সারা দেশ

কৃষক দিশেহারা

টঙ্গীবাড়ীতে বীজ আলুর দর নিয়ন্ত্রণহীন

  • টঙ্গীবাড়ি (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ২৪ নভেম্বর ২০২০

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বীজ আলুর দর নিয়ন্ত্রণহীন থাকায় দিশেহারা হয়ে পড়েছে কৃষক।

আজ মঙ্গলবার উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, কিষানসিড ইন্টারন্যাশনাল ১নং আলু বীজ ৪০ কেজি বস্তা ২৫০০/২৬০০ টাকা ও ২নং আলু বীজ ২৩০০/২৪০০ টাকা, ব্র্যাক বীজ আলু ৪০ কেজি ২৬০০ টাকা, বিদেশ থেকে আমদানীকৃত এগ্রিকো ডায়মন্ড ৫০ কেজি বক্স ৭ হাজার, বেলজিয়াম ডায়মন্ড ৭৫০০ টাকা, এইচ পি জেট ডায়মন্ড ৬৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে। বীজ আলূুর দর অতিরিক্ত হওয়ায় কৃষকের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে।

মান্দ্রা গ্রামের কৃষক সবুজ জানান, বন্যার পানি কমতে শুরু করেছে। তাই জমি পরিস্কার করছি। দুই দিন বৃষ্টির ফলে জমি আবার ভিজে গেছে। আলুর বীজ ক্রয় করতে সিদ্ধেশ্বরী বাজারে গিয়েদেখি একটি মহল সিদ্ধেশ্বরী কোল্ড ষ্টোরের কিষানসিড ইন্টার ন্যাশনাল আলুর বীজ মজুদ করে গত বছরের চেয়ে অধিকদামে বিক্রি করছে। যদি আলুর বীজের দাম সরকার নিয়ন্ত্রণ না করে তবে কৃষক বিপাকে পড়বে।

উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানাযায়, গত বছর এ উপজেলায় ৯ হাজার ৮৫০ হেক্টর জমিতে আলু রোপণ হয়েছে। এ বছর আরও বেশি জমিতে আলু চাষাবাদ হতে পারে। পুরা বাজারে সরকারী হিমাগার রয়েছে। সেখানে সরকারী বীজ আলু ৩৫ হাজার ২৬৪ মেট্রিক টন রয়েছে।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, বেসরকারী আলুর বীজ গুলোর সরকারী মূল্য তালিকা না থাকায় যে যার মত করে আলুর বীজ বিক্রি করছে। যদি সরকার নির্ধারিত মূল্য দরে দেয়, তাহলে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহন করব।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads