• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯

সারা দেশ

নবাবগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

  • নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ২১ ফেব্রুয়ারি ২০২১

সারাদেশের ন্যায় দিনাজপুরের নবাবগঞ্জে শহীদ মিনারে পুস্প্য মাল্য অর্পন, বিভিন্ন প্রতিষ্ঠান ও দপ্তরে সুর্যোদ্বয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, রচনা-চিত্রাংকন প্রতিযোগীতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা শহীদ মিনারে রাত ১২টা ১ মিনিটে আনুষ্ঠানিক ভাবে পুস্পমাল্য অর্পণ করেন স্থানীয় সংসদ সদস্যের পক্ষে তার প্রতিনিধি, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন সরকারী দপ্তর, রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব, সমিতি ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান।

পুস্প মাল্য অর্পন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা ও শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান বক্তব্য রাখেন।

এ ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পৃথক পৃথক ভাবে দিবসটি পালন করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads