• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮

সারা দেশ

জাটকায় সয়লাব মুন্সীগঞ্জ সদর

  • মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ২৮ ফেব্রুয়ারি ২০২১

মুন্সীগঞ্জ সদর উপজেলায় গ্রাম মহল্লায় হেটে হেটে চলছে জাটকা ইলিশ বিক্রি। সরকারি নিষেধ থাকলেও অবাধে চলছে এই সমস্ত জাটকা ইলিশ নিধন। মুন্সীগঞ্জ নদী বেষ্টিত এলাকা হওয়ায় নদী হতে এ সমস্ত জাটকা ধরে সহজেই বিক্রি করতে পারছে জেলেরা। সদর উপজেলা পূর্ব পাশে মেঘনা ও দক্ষিণ পাশে পদ্মা নদী হওয়ায় ইলিশ প্রজননের এই মৌসুমে ব্যাপক আকারে জেলের জালে ধরা পরছে এ সমস্ত জাটকা ইলিশ। অবৈধ কারেন্ট জাল দিয়ে  আবাধে নিধন করা হচ্ছে এ সমস্ত জাটকা। কঠোর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আইনশৃংখলা বাহিনীকে বৃদ্ধাআঙুল দেখিয়ে জাটকা নিধন চলছেই।

স্থানীয় সূত্রে জানাযায়, জাটকা মাছ সদরের কালীর চর, বকচর, ঝাপটা, চর ঝাপটা গ্রামের জেলেরা বেশি নিধন করে থাকেন। এছাড়া ওই এলাকায় ইঞ্জিন চালিত টলারে করে পাশের চাঁদপুর জেলা হতেও জাটকা ইলিশ মাছ আসছে। আর এ সমস্ত জাটকা স্থানীয় সিন্ডিকেটের মাধ্যমে গ্রামে গ্রামে পাতিলে করে ২০০ থেকে ২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

সরেজমিন দেখা গেছে, জাটকা মাছ বিক্রি হচ্ছে মুন্সীগঞ্জ পৌর এলাকার রনছ গাজী বাড়ি এলাকায়। বিক্রেতা সদর উপজেলার চর ঝাপটা গ্রামের কালু মিয়া (৪৫) জানান, আমরা ১০০ থেকে ১৫০ টাকা কেজি ধরে কিনে আনি। গ্রামে গ্রামে পাতিলে করে ভরে বিক্রি করি। সে আরো জানায় আমাদের গ্রামের আশে পাশের জেলেরা জাটকা মাছ ধরে ও কিছু জাটকা চাঁদপুর হতে আমাদের কাছে আসে।

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর উপজেলা মৎস কর্মকর্তা মো. টিপু সুলতান বলেন, জাটকা নিধন, পরিবহন ও কেনা-বেচাঁ সম্পূর্ণ নিষিদ্ধ। আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। আগামী ১ মার্চ হতে আমরা কঠোর অভিযান পরিচালনা করবো।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads