• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
সূর্যমুখীতে ভাগ্যবদলের স্বপ্ন

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

সূর্যমুখীতে ভাগ্যবদলের স্বপ্ন

  • প্রদীপ রায় জিতু, বীরগঞ্জ (দিনাজপুর)
  • প্রকাশিত ৩১ মার্চ ২০২১

বীরগঞ্জে ১০ বিঘা জমিতে সূর্যমুখী চাষ করা হয়েছে। সূর্যমুখীর ফুল ফুটতে শুরু করেছে। এতে ভাগ্যবদলের স্বপ্ন দেখতে শুরু করেছেন কৃষকরা।

উপজেলার শতগ্রাম ইউনিয়নের কৃষকরা জানান, সূর্যমুখী একটি লাভজনক ফসল। অন্যান্য ফসলের চেয়ে চাষাবাদে খরচ ও সময় কম লাগে। জমিতে দুটি চাষ দিয়ে সূর্যমুখী রোপণ করা যায়। রোপণ থেকে কর্তন পর্যন্ত ২-৩ হাজার টাকা খরচ হয়। সূর্যমুখীর জমিতে দুইবার সেচ ও অল্প কিছু সার দিলেই হয়। একটু পরিচর্যা করলে বিঘা প্রতি ৭-৮ মণ ফলন উৎপাদন করা যায়।

উপসহকারী কৃষি কর্মকর্তা জানান, সূর্যমুখী বীজ রোপণের ৫৫ দিন থেকে ৬০ দিনের মধ্যে গাছে ফুল আসা শুরু করে। ফুল ঝরে বীজ সংগ্রহ করতে ১১০ দিন সময় লাগে। কৃষকদের স্বাবলম্বী করতেই সূর্যমুখী ফুল চাষে উৎসাহিত করা হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু রেজা মো. আসাদুজ্জামান বলেন, কম খরচে বেশি লাভের সুযোগ থাকায় অনেকেই সূর্যমুখী চাষে আগ্রহী হয়ে উঠেছেন। একটু পরিচর্যা নিলে প্রতি বিঘায় ১০ মণ পর্যন্ত ফলন পাওয়া সম্ভব।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads