• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
কালকিনিতে স্বামী-স্ত্রীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কালকিনিতে স্বামী-স্ত্রীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

  • কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ০৯ এপ্রিল ২০২১

মাদারীপুরের কালকিনিতে অপহরণের পাঁচদিন পরে স্বামী স্ত্রীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, শুক্রবার সকালে উপজেলার রাজারচর এলাকার একটি খাল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার রাত আনুমানিক তিনটার দিকে মোয়াজ্জেম সরদার (৫৫) ও তার স্ত্রী মাকসুদা বেগমকে (৫০)   চেতনানাশক ওষুধ খাইয়ে অজ্ঞান করে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তারা কালকিনি উপজেলার আলিনগর ইউনিয়নের কোলচরি স্বস্তাল এলাকার বাসিন্দা। স্হায়ীও লোকজনেরা বলেন,ছেলে সন্তানদের সাথে রাতের খাবার খাওয়া শেষে সবাই ঘুমানোর জন্য যার যার জাগায় চলে যায়। কিন্তু সকালে তার মেয়ে ঘরের দরজা খোলা পায়, এবং তার বাবা মা কেউকে ঘরে দেখতে পায়নি।সকাল থেকে খোঁজ খবর করতে কোথাও তাদের সন্ধান পাওয়া যায়নি। পরে এই ঘটনায় কালকিনি থানায় একটি মামলা করা হয়। পরিবারের দাবী, তাদের কাছে দুই লক্ষ টাকা মুক্তিপন দাবী করা হয়েছিল। জানা গেছে নিহত মোয়াজ্জেম  একটি হত্যা মামলার সাক্ষী ছিলেন।

এ ব্যাপারে কালকিনি থানার অফিসার ইনচার্জ ইশতিয়াক আশফাক রাসেল বলেন, অপহরনের ঘটনায়  থানায় মামলা হয়েছিল। অপহরণ চক্রকে ধরার জন্য অভিযান চলছে। এছাড়া  ইতিমধ্যে মাদারীপুর, ফরিদপুর এবং নড়াইল জেলায়   অভিযান চলিছে।  এরই মধ্য লাশ উদ্ধারের ঘটনা শুনে ঘটনাস্থলে যাচ্ছি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads