• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
উঁকি দিচ্ছে আমের গুটি বাতাসে দুলছে স্বপ্ন

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

উঁকি দিচ্ছে আমের গুটি বাতাসে দুলছে স্বপ্ন

  • কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
  • প্রকাশিত ১০ এপ্রিল ২০২১

আমের দ্বিতীয় রাজধানী সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গাছে গাছে উঁকি দিচ্ছে আমের গুটি। চলতি মৌসুমে অনুকূল আবহাওয়ায় গুটি নষ্ট হওয়ার শঙ্কা কম। তাই এবারো আমারে বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন চাষিরা। গত বছরের আম্পানের ক্ষতি পুষিয়ে উপজেলায় বিভিন্ন জাতের নিজেদের চাহিদা মিটিয়ে এবার বিদেশে রপ্তানিও করা যাবে বলে তারা মনে করেছেন।

সরজমিন দেখা যায়, উপজেলার বিভিন্ন এলাকার আম গাছগুলোতে ছোট-বড় আকারে গুটিতে ভরে গেছে। অনেক বাগানে এখনই আম পরিপূর্ণ হয়ে উঠেছে। সময়ের ব্যবধানে ধীরে ধীরে আম বড় হচ্ছে। এ বছর গাছে গুটির পরিমাণ বেশি। তাই বাতাসে দুলছে আমচাষিদের ভাগ্য। আমচাষি ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা এবারও উপজেলায় আমের বাম্পার ফলনের আশা করছেন। তাদের বক্তব্য, প্রাকৃতিক দুর্যোগ না হলেও সময়মতো পরিচর্যা হলে চলতি মৌসুমে আমের ফলন গত সকল মৌসুমকে টপকে ছাড়িয়ে যাবে। এদিকে আশায় বুক বেধে আম চাষিরা শুরু করেছেন পরিচর্যা। তাদের আশা চলতি মৌসুমে আম থেকে অর্থনৈতিকভাবে লাভবান হবেন তারা। উপজেলায় বিভিন্ন জাতের আম চাষ হয়ে থাকে; যেমন হিমসাগর, ন্যাড়া, গোবিন্দভোগ, মল্লিকা, আম্রপালি, বোম্বায় লতা ও দেশীয় লতা। উপজেলার সিংগা গ্রামের আমচাষি কবিরুল ইসলাম জানান, এ বছরের আবহাওয়া আমের জন্য অনুকূলে রয়েছে। এর মধ্যে অনেক গাছে গুটি ছাড়িয়ে আমে পরিণত হয়েছে।

উপজেলার অনেক আমচাষির ধারনা প্রকৃতি এ রকম থাকলে ফলন লক্ষ্যমাত্রা অতিক্রম করবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শে গাছে মুকুল আসার ১৫ থেকে ২০ দিন আগেই তারা পুরো গাছ সাইপারম্যাক্রিন ও কার্বারিল গ্রুপের কীটনাশক দিয়ে ভালোভাবে স্প্রে করে গাছ ধুয়ে দিয়েছেন। এতে গাছে থেকে শোষক জাতীয় পোকা নিধন হয়েছে। উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম জানান, ধান পাট বা অন্য ফসলের মতো আম উৎপাদনের লক্ষ্যমাত্রাও কৃষি অধিদপ্তরের কাছেই থাকে। কারণ কলারোয়া উপজেলার আম দেশের গন্ডি পেরিয়ে বিদেশের বাজারে যায়। এ বছর উপজেলায় আমচাষ হয়েছে ৫৭০ হেক্টর প্রতি হেক্টর জমিতে ৩৫ থেকে ৪০ মণ আমের ধারণা করা হচ্ছে। তিনি আরো বলেন, আমি বর্তমানে করোনাকালীন  ও  লকডাউনের সময়ে  অনলাইনে পরামর্শ দিয়ে যাচ্ছি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads