• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
লকডাউন বাস্তবায়নে নাঙ্গলকোটের মোড়ে মোড়ে পুলিশের তল্লাশি

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

লকডাউন বাস্তবায়নে নাঙ্গলকোটের মোড়ে মোড়ে পুলিশের তল্লাশি

  • নাঙ্গলকোর্ট (কুমিল্লা) প্রতিনিধি
  • প্রকাশিত ১৪ এপ্রিল ২০২১

দেশে করোনার মহামারির সংক্রমণ ঠেকাতে সারাদেশে দ্বিতীয় পর্যায়ে শুরু হয়েছে সর্বাত্মক লকডাউন। তারি ন্যায় আজ বুধবার ভোর থেকে  এই লকডাউন নিশ্চিতে কঠোর তদারকি করছেন কুমিল্লার নাঙ্গলকোট থানা পুলিশ সদস্যরা। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, অফিসার ইনচার্জ বখতিয়ার উদ্দিন চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ সদস্য নাঙ্গলকোট পৌর সদর বাজার সহ উপজেলার বিভিন্ন বাজারের 

গুরুত্বপূর্ণ রাস্তায় জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণ করার জন্য চেকপোস্ট বসিয়েছেন। এসব চেকপোস্টে গাড়ি থামিয়ে যাত্রীদের পরিচয় এবং রাস্তার বের হওয়ার কারণ জিজ্ঞেস করা হচ্ছে। যারা চিকিৎসা কিংবা অন্য জরুরি প্রয়োজনে বের হয়েছেন তাদের ছেড়ে দিচ্ছেন। আর প্রয়োজন না দেখাতে পারলে তাদেরকে আটকে দিচ্ছেন পুলিশ।

এ বিষয়ে নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, কঠোর লকডাউন কার্যকর করতে সরকার যে নির্দেশনা দিয়েছেন। তা বাস্তবায়নে এবার কঠোর পদক্ষেপ নেয়া হবে। জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ঘর বাইরে আসতে দেওয়া হবে না।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads