• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
ফোন করলেই ডাক্তার যাবে রোগীর বাড়ি

প্র্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

ফোন করলেই ডাক্তার যাবে রোগীর বাড়ি

  • বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ এপ্রিল ২০২১

করোনাভাইরাসের সংক্রমণ রোধে হাসপাতালে রোগীর চাপ কমাতে ‘এই নাম্বারে ফোন করি, ডাক্তার যাবে রোগীর বাড়ি’ স্লোগানে বাগেরহাটে চালু হয়েছে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা। করোনাভাইরাসের সংক্রমণের মধ্যে হাসপাতালে রোগীর চাপ কমাতে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের সহযোগিতায় স্বাস্থ্য বিভাগ এই উদ্যোগ গ্রহণ করেছেন। ০১৭৩০৩২৪৭৯৩ এই নাম্বারে ফোন করলে ডাক্তার বাড়িতে যেয়ে চিকিৎসাসেবা দিয়ে আসবে। গত বছর করোনাভাইরাসের প্রথম ঢেউয়ে ডাক্তারে কাছে রোগী নয়, রোগীর কাছে ডাক্তার এই নামে একটি স্বাস্থ্যসেবা চালু করেন শেখ সারহান নাসের তন্ময়।

গত বুধবার দুপুরে বাগেরহাট সদর হাসপাতালে এই স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন করেন বাগেরহাটের জেলা প্রশাসক আ ন ম ফয়জুল হক। এ সময়ে বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক, সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোছাব্বেরুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রদীপ কুমার বকসি, বাগেরহাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাংবাদিক আহাদ উদ্দিন হায়দারসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads