• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
বগুড়ায় সিলিন্ডারের গ্যাসে দগ্ধ ৪

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

বগুড়ায় সিলিন্ডারের গ্যাসে দগ্ধ ৪

  • বগুড়া প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ এপ্রিল ২০২১

বগুড়ায় বাসার গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়ে একই পরিবারের তিনজনসহ মোট ৪ জন দগ্ধ হয়েছেন।

আজ শুক্রবার (১৬ এপ্রিল) সকাল ১০টায় জেলার শেরপুর উপজেলার মহিপুর কলোনী এলাকায় আনোয়ার হোসেনের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। গ্যাসের আগুনে দগ্ধরা সকলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

দগ্ধরা হলেন, মহিপুর কলোনী গ্রামের রাসেল ইমরানের স্ত্রী জোসনা বেগম(৪০), আনোয়ার হোসেনের স্ত্রী হেলেনা বেগম(৪৮), মৃত মোতাহার হোসেনের স্ত্রী আমেনা(৪২) ও আনোয়ার হোসেনের ছেলে নুরুজ্জামান নয়ন (৩৫)।

শেরপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা রতন হোসেন জানান, শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মহিপুর কলোনী এলাকার আনোয়ার হোসেন স্থানীয় বাজার থেকে একটি গ্যাস সিলিন্ডার কিনে বাড়িতে এনে চুলার সাথে সংযোগ দেয়। ভুল বশত গ্যাসের সিলিন্ডারের মুখ না লাগিয়েই চলে যায়। সিলিন্ডারের মুখ থেকে গ্যাস বের হয়ে পুরো ঘর ছড়িয়ে পরে। কিছুক্ষন পর চুলা জ্বালানোর জন্য দিয়াশলাই জ্বালালে সাথে সাথে পুরো ঘরে আগুন ধরে যায়। এতে ওই পরিবারের তিনজন দগ্ধ হয়।

এসময় তাদের বাঁচাতে এলে প্রতিবেশী অপর এক নারীও দগ্ধ হন। তাদের উদ্ধার করে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে তাদের অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে। তারা অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন। তবে সিলিন্ডার বিষ্ফোরিত হয়নি বলে তিনি জানান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads