• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮

সারা দেশ

ভোলায় লকডাউন না মানায় ৬১ জনকে জরিমানা 

  • অচিন্ত্য মজুমদার, ভোলা
  • প্রকাশিত ১৬ এপ্রিল ২০২১

করোনা ভাইরাসের সম্ভাব্য দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে সরকারের বেঁধে দেয়া ৮ দিনের লকডাউন বাস্তবায়নে ভোলায় ৬১ জনকে ৩৭ হাজার ৬০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বৃহস্পতিবার থেকে শুক্রবার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের ৮টি দল অভিযান চালিয়ে ৫৭টি মামলার বিপরীতে এই জরিমানা আদায় করে। 

জেলা প্রশাসক কার্যালয় সূত্র জানায়, লকডাউন চলাকালিন নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখা, অপ্রয়োজনে বাড়ির বাইরে আসা, মাস্ক ব্যবহার না করা ও সামাজিক দূরত্ব বজায় না রাখায় ভোলা সদর উপজেলায় ১৭ জনকে ১০ হাজার ২০০ টাকা, দৌলতখানে ৭ জনকে ৭ হাজার ২০০ টাকা, বোরহানউদ্দিনে ৩ জনকে ২ হাজার টাকা, লালমোহনে ২৩ জনকে ৮ হাজার ২০০ টাকা, চরফ্যাসনে ১১ জনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।‌ 

এসময় জনসাধারণকে লকডাউনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয় বলেও সূত্র জানায়। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads