• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
পেঁয়াজ বীজে ভাগ্যবদল

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

পেঁয়াজ বীজে ভাগ্যবদল

  • প্রকাশিত ২৫ এপ্রিল ২০২১

সরোয়ার হোসেন, ভাঙ্গা (ফরিদপুর)

ভাঙ্গায় কালো সোনাখ্যাত পেঁয়াজ বীজ আবাদ করে এলাকার কৃষকদের ভাগ্যবদল হয়েছে। এ বীজের আবাদ করে এলাকায় অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন হয়েছে। গত বছর পেঁয়াজ ও বীজের আকাশচুম্বী দাম কৃষকদের মাঝে দেখা দিয়েছে বাড়তি আগ্রহ। চলতি বছর এ উপজেলায় রেকর্ড পরিমাণ পেঁয়াজের আবাদ করা হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বছর বছর এ উপজেলায় দুই হাজার ৫শ ৯০ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ করা হয়েছে। এরমধ্যে ৪শ ৩০ হেক্টর জমিতে পেঁয়াজ বীজের আবাদ করা হয়েছে।  এলাকার কৃষকরা জানান, প্রতি বিঘা জমিতে এ বীজ আবাদে খরচ পড়ে ৩০ থেকে ৪০ হাজার টাকা। প্রতি বিঘা জমিতে ৩ থেকে ৪ মন পর্যন্ত বীজ উৎপন্ন হয়। এ বছর এ বীজ বিক্রি হয়েছে মণ প্রতি দেড় থেকে দুই লাখ টাকা টাকা পর্যন্ত।  এব্যাপারে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকতা মোল্লা আল মামুন জানান, এ বছর ভালো আবহাওয়া, সুষ্ঠু পরিচর্যা, কৃষি বিভাগের পরামর্শ, উন্নত জাতের বীজ, সুষম মাত্রায় সার প্রয়োগ, কৃষি বিভাগের তদারকি ও পরামর্শ এবং ভালো বীজের যোগান দেওয়ায় এ বীজের বাম্পার ফলন সম্ভব হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads