• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
আখাউড়ায় ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

আখাউড়ায় ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি

  • আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • প্রকাশিত ২৫ এপ্রিল ২০২১

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় তীব্র গরমের কারণে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে । গরমের তীব্রতা বেড়ে যাওয়ায় গত এক সপ্তাহে অন্তত অর্ধ শতাধিক রোগী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন । এসব রোগীর মধ্যে বেশীভাগই শিশু ও বয়স্ক রয়েছে।

এদিকে শনিবার সকালে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নতুন করে আরো ৫ জন ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে ৩জন শিশু ২ জন বয়স্ক মহিলা রোগী রয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন অতিরিক্ত গরমের কারণে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে । তবে হাসপাতালে ওরস্যালাইন, ট্যাবলেটসহ অন্যান্য ঔষধের কোন সংকট নেই। পূর্বের তুলনায় ডায়রিয়া আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেলে ও আগত রোগীদের সেবার কোন ত্রুটি হচ্ছে না।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত এক সপ্তাহে ৪৮ জন রোগী হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত হয়ে ভর্তি হন। সর্বশেষ শনিবার আরো ৫ জন ডায়রিয়া আক্রান্ত হওয়া রোগী ভর্তি হন।

উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের ইটনা গ্রামের আব্দুল আজিজের বলেন, গত দুই দিন ধরে তার ১ বছর বয়সী ছেলে আব্দুল্লাহ ডায়রিয়ায় আক্রান্ত হন। প্রাথমিক ভাবে স্থানীয় ফার্মেসি থেকে ঔষধ খাওয়ানো হয়। কিন্তু এরপর কোন উন্নত না হওয়ায় পরে তাকে সকালে হাসপাতালে নিয়ে এসে ভর্তি করানো হয়। ভর্তির পর এখন আগের চেয়ে অনেক ভাল দেখা যাচ্ছে।

বিজয়নগর উপজেলার কালাছড়া গ্রামের গৃহিনী মুন্নি আক্তার বলেন, তার ৮ মাস বয়সী ছেলে রিদান গত ২ দিন ধরে ডায়রিয়ায় ভোগছেন। বেশ কয়েকবার ওস্যালাইনসহ কিছু ঔষধ খাওয়ানো হলে ও ভালো না হওয়ায় সকালে হাসপাতালে ভর্তি করা হয়। আগের থেকে এখন অনেকটাই ভালো আছে।

পৌর শহরের দেবগ্রাম এলাকার পলি আক্তার বলেন, তার ৬ মাস বয়সী ছেলে রোহান গত ১দিন ধরে সে ডায়রিয়ায় ভোগছেন। সকালে অবস্থা আরো খারাপ হলে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। দুপুরের পর আগের থেকে ভালো দেখা যাচ্ছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শ্যামল চন্দ্র ভৌমিক বলেন, তীব্র গরমে হঠাৎ করে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে ।রোগীদের মানসম্মত চিকিৎসা সেবায় আমাদের পর্যাপ্ত ওষুধ সামগ্রী রয়েছে। রোগীদের চিকিৎসা সেবা প্রদানের ক্ষেত্রে কোনো গাফিলতি নেই।

তিনি আরো বলেন, ডায়রিয়ার মূল কারণ হচ্ছে পরিস্কার পরিচ্ছন্নতার অভাব। আমরা যদি স্বাস্থ্য সচেতন হই তাহলে রোগের সংক্রমণ কমিয়ে আনা সম্ভব।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads